তেহরান, ২২ আগস্টঃ দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অতিরিক্ত যাত্রীর ওজন সামলাতে না পারার কারণে বিধ্বস্ত হয়েছিল ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার। দেশটির সংবাদ সংস্থা ফার্স নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে, ইরানের সেনাবাহিনীর একটি প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পেছনে কোনো পক্ষের হস্তক্ষেপ বা হামলার প্রমাণ পাওয়া যায়নি। ফার্স নিউজ জানিয়েছে, ‘রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তদন্ত শেষ হয়েছে। সম্পূর্ণ নিশ্চিত যে যা ঘটেছে তা নিছক একটি দুর্ঘটনা।’ প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার দুটি কারণ শনাক্ত করা হয়েছে। একটি আবহাওয়া উপযুক্ত ছিল না এবং হেলিকপ্টারটিতে অন্তত দুইজন যাত্রী ওজনের সক্ষমতার বাইরে ছিল, যার ফলে এটি একটি পাহাড়ে বিধ্বস্ত হয়।
উল্লেখ্য, গত ১৯ মে আজারবাইজানে একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে প্রেসিডেন্ট রাইসি ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি ইরানের উত্তর-পশ্চিমের পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। আজারবাইজান সীমান্তের কাছে পাহাড়ী এলাকায় দুর্ঘটনায় নিহত হন ইব্রাহিম রাইসি। ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১৬ ঘণ্টার টানা অভিযান শেষে ২০ মে তাদের হেলিকপ্টারটির খোঁজ পাওয়া যায়।