কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

ইরানে প্রথমবারের মতো সরকারের মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন এক নারী

mtik
October 3, 2024 6:31 pm
Link Copied!

তেহরান, ২৯ আগস্ট: ইরানে প্রথমবারের মতো সরকারের মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন এক নারী। ফাতেমা মহাজেরানি ইরানের ইতিহাসে প্রথম নারী হিসেবে এই পদে নিয়োগ পেলেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার মন্ত্রিসভার বৈঠকে ফাতেমা মহাজেরানিকে নতুন সরকারের মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। 


এই নিয়োগ ইতিহাস সৃষ্টিকারী কারণ মহাজেরানি ইরানে প্রথম নারী যিনি এই পদে নিয়োগ পেলেন। ১৯৭০ সালে আরাক শহরে জন্ম নেওয়া ফাতেমা মহাজেরানি হেরিয়ট-ওয়াট বিশ্ববিদ্যালয় (এডিনবরা ক্যাম্পাস) থেকে ব্যবসায় প্রশাসনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। 


হাসান রুহানির সরকারের অধীনে তিনি শরিয়তি টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইউনিভার্সিটির (মহিলাদের জন্য বিশেষ প্রতিষ্ঠান) প্রধান হিসেবে কাজ করেছেন। ২০১৭ সালে তিনি দেশটির ব্রিলিয়ান্ট ট্যালেন্টস সেন্টারের প্রধান নির্বাচিত হন। 


এছাড়া মন্ত্রিসভার বৈঠকে ইলিয়াস হাজরাতিকে সরকারের তথ্য পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। হাজরাতি ছিলেন ইরানের পার্লামেন্টের সাবেক সদস্য।