পুবের কলম ওয়েবডেস্ক: ট্যুইটারের পর এবার কর্মী ছাঁটাইয়ের পথে মেটা তথা ফেসবুক। মার্ক জুকারবার্গের সংস্থা এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বলে নিজেদের প্রতিবেদনে জানিয়েছে ওয়ালস্ট্রিট জার্নাল।
মেটা থেকে চলতি সপ্তাহের মধ্যেই বড় সংখ্যক কর্মী ছাঁটাই করা হবে। সে ক্ষেত্রে ট্যুইটারের মালিক ইলন মাস্কের দেখানো পথেই হাঁটবেন জুকারবার্গও।
অক্টোবর মাসে চলতি বছরে ক্ষতির হিসাব দিয়েছিল মেটা। বলা হয়েছিল, সংস্থার স্টক মার্কেট ভ্যালু অনেক কমে গিয়েছে। বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছে জুকারবার্গের সংস্থা। এমনকি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোতে নতুন কর্মী নিয়োগও স্থগিত রাখতে হয়েছে। অনেক ক্ষেত্রে খরচেও লাগাম টেনেছেন জুকারবার্গ।তার পরিপ্রেক্ষিতেই এই গণছাঁটাই হতে পারে বলে মনে করছেন কেউ কেউ।।
এর আগে ট্যুইটার অধিগ্রহণের পর গণছাঁটাইয়ের পথে হেঁটেছেন মাস্ক। তিনি জানিয়েছেন, সংস্থার খরচ সাধ্যের মধ্যে রাখতে তাকে এই পদক্ষেপ নিতে হয়েছে বলে দাবি ইলনের।