পুবের কলম প্রতিবেদক: উমরাহে গিয়েছেন বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। কথা ছিল উমরাহ শেষ করে তিনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করবেন। তবে গাড়িতে কিংবা অন্য কোনও যানবাহনে নয়, সেই রাস্তা তিনি পার করবেন পায়ে হেঁটে। এমনটাই ইচ্ছে ছিল ইউসুফের। সেই মতো উমরাহ শেষ করে মক্কা থেকে পাহাড়ি রাস্তা ধরে হেঁটে মদিনা চলেছেন ইউসুফ। কয়েকদিন আগেই ইউসুফ একটি ছবি পোস্ট করেছিলেন, যেখানে তাঁকে দেখা গিয়েছিল সুর পাহাড়ের গুহায় বিশ্রাম নিতে। এবার পথ আরও কঠিন। এদিন আরও একটি ভিডিও পোস্ট করেছেন ইউসুফ। যেখানে দেখা গিয়েছে, উচু নীচু পাথুরে রাস্তা হেঁটে এগিয়ে যাচ্ছেন তিনি। এই পথ দিয়েই একটা সময় আল্লাহর নবী মুহাম্মদ সা. মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, এদিন সেটাই নিজের ভিডিয়োতে তুলে ধরলেন ইউসুফ।
মদিনায় দূর্গম তাঁর যাত্রাপথের ভিডিয়ো এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইউসুফ লিখেছেন, ‘আজ লাকফ ও মুজাহ উপত্যকার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, শুনলাম হযরত মুহাম্মদ সা. ও হযরত আবু বকর রা. নাকি মক্কা থেকে মদিনা যাওয়ার (হিজরত) সময় এই জায়গা থেকেই গিয়েছিলেন। পাথরে ভরা দুর্গম পথে চলতে গিয়ে তাদের উঁট নাকি আহত হয়েছিল এবং পরবর্তীতে তাদের উঁট বদলানো প্রয়োজন হয়ে পড়ে। আলহামদুল্লিলাহ, এমন ঐতিহাসিক সফর এবং এমন অভাবনীয় অভিজ্ঞতার জন্য।’ পরনে কালো জ্যাকেট, কার্গো ট্রাউজার ও মাথায় শিকারি টুপি। হাতে ট্রেকিং স্টিক। ইউসুফ যেন আক্ষরিক অর্থেই একজন পর্বতারোহী। আরও এক পোস্টে সউদি আরবের পাহাড় চূড়োর পৌঁছনোর ছবি দিয়ে তিনি লিখলেন, ‘আজ আমি ঐতিহাসিক আকাহ্ পর্বত দর্শন করলাম। মদিনায় হিজরতের সময় নবী মুহাম্মদ সা. নাকি এই পর্বত পার হয়েছিলেন। আলহামদুল্লিলাহ! এই পবিত্র জায়গা দর্শনের সুযোগ পেয়ে।’
মদিনায় পৌঁছে মসজিদ-এ নববীতে যাওয়ার কথা ইউসুফের। সেখানে তিনি নবী মুহাম্মদ সা.-এর মাজার জিয়ারত করবেন। মক্কা থেকে মদিনা যাওয়ার এই পথের দৈর্ঘ্য ৪৩৪.৩ কিলোমিটার। সড়কপথ থেকে একেবারেই আলাদা এই পথ। একেবারে গ্রামীন ও দূর্গম পাহাড়ি পথ। গত ১৯ জানুয়ারি থেকে পবিত্র মক্কা থেকে শুরু হয় যাত্রা, আগামী ২৫ জানুয়ারি শনিবার ইউসুফ পাঠানের মদিনায় পৌঁছনোর কথা।