পুবের কলম প্রতিবেদক: অল রাউন্ডার ইউসুফ পাঠান মুর্শিদাবাদের সাংসদ। গুজরাতের বরোদার এক মসজিদের মুয়াজ্জিনের পুত্র তিনি। বেড়েও উঠেছেন মসজিদ প্রাঙ্গণে। ১৮ জানুয়ারি থেকে পবিত্র কাবা ঘরে তিনি উমরাহ শুরু করেছেন। সঙ্গে রয়েছেন তাঁর ৪ বন্ধু। ইউসুফ পাঠানের এই উমরাহ যাত্রা এ জন্য বিশেষ উল্লেখের দাবি রাখে যে, ইউসুফ পাঠান তাঁর বন্ধুদের নিয়ে মক্কায় উমরাহ শেষ করে যাবেন নবীর শহর মদিনায় অবস্থিত মসজিদ-এ-নববীতে। সেখানে তিনি নবী সা.-এর মাজার জিয়ারত করবেন। এই সফরে তাঁকে মক্কা নিয়ে গেছেন বহরমপুরে স্থিত ‘রহমান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর স্বত্তাধিকারী জনাব মফিকুর রহমান। তিনি এয়ার ইন্ডিয়ার বিমানে বহরমপুরের সাংসদকে মক্কায় নিয়ে গেছেন।
তবে ইউসুফ পাঠান ও তাঁর বন্ধুদের মক্কা থেকে মদিনা যাত্রা একটু অন্য ধরনের। ইউসুফ পায়ে হেঁটে মক্কা থেকে মদিনা যাবেন। মক্কা থেকে মদিনার দূরত্ব ৪৩৪.৩ কিলোমিটার। ইউসুফ পাঠান এই পথ অতিক্রম করবেন পায়ে হেঁটে এবং অনুসরণ করবেন সেই পথ যে পথে আল্লাহর নবী মুহাম্মদ সা. মক্কা ও মদিনার মধ্যে যাতায়াত করতেন। এই পথটি বর্তমান সড়ক পথ থেকে কিছুটা আলাদা। ইউসুফের অনুসৃত পথটি মক্কা থেকে মদিনায় গেছে খানিকটা গ্রামীণ পথ ধরে।
ইউসুফ জানিয়েছেন, তাঁরা প্রতিদিন পায়ে হেঁটে ৫০ কিলোমিটার পথ অতিক্রম করবেন। তাঁরা আশা করছেন, ২৫ জানুয়ারি মদিনায় পৌঁছাবেন। ইউসুফ পাঠান সবাইকে তাঁর জন্য দোয়া করতে আবেদন জানিয়েছেন।