কলকাতাSunday, 18 September 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

অফিসে দেরী হওয়ার জন্য আর খেতে হবেনা বসের বকুনি, বাজারে এল উড়ন্ত বাইক, দেখুন ভাইরাল ভিডিও

mtik
September 18, 2022 1:44 pm
Link Copied!

 

 

পুবের কলম ওয়েবডেস্ক: ভাবুন তো রাস্তায় যানজটে জেরবার হয়ে  প্রায়ই লেটমার্ক পড়ে যায় অফিসে। শুনতে হয় বসের  বকাবকি। এরকম যদি একটা বাইক পাওয়া যেত যাতে উড়ে যাওয়া যেত। না গল্প  কথা নয় এমন  বাইকই বাজারে এসেছে বাজারে। উড়ন্ত গাড়ির পর এবার প্রকাশ পেল বিশ্বের প্রথম উড়ন্ত বাইক ‘এক্সটুরিসমো’।

 

ভিডিও সৌজন্য রয়টার্স ট্যুইটার হ্যান্ডল 

সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে বাইকটি একটানা ৪০ মিনিটের জন্য  সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে উড়তে পারে। এক্সটুরিসমো উড়ন্ত বাইকটি তৈরি করেছে জাপানের স্টার্টআপ এয়ারউইনস টেকনোলজিস।

 

উড়ন্ত এই বাইকের দাম ধার্য করা হয়েছে  ৭ লাখ ৭৭  হাজার মার্কিন ডলার। তবে ২০২৫ সালের মধ্যে এই বাইকের খরচ কমিয়ে ৫০ হাজার মার্কিন ডলারের লক্ষমাত্রা নেওয়া হয়েছে। উড়ন্ত বাইকটি ইতিমধ্যে জাপানে বিক্রি হচ্ছে। এয়ারউইনসের প্রতিষ্ঠাতা শুহেই কোমাতসু বলেছেন ২০২৩ সালের মধ্যেই এই পুরোপুরি বাজারে আসতে চলেছে এই বাইক। আপাতত ক্রেতারাও অধীর আগ্রহে কবে বাজারে আসবে এই হোভার বাইক।