পারথ: ওপেনার যশ্বসী জয়সওয়াল ও বিরাট কোহলির শতরানের সৌজন্যে পারথে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে ভারত। ১৫টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৬১ রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচে ভারতকে চালকের আসবে বসিয়ে দেন যশ্বসী। পারথে ভারতীয় হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিকও হয়ে গেলেন তিনি। দেশের এই তরুণ তুর্কীকে প্রশংসায় ভরিয়ে দিলেন ভারত ও অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকারা।
রবিবারের ম্যাচের শেষে কিংবদন্তি সুনীল গাভাসকর বলেন, ‘ক্রিকেট বিশ্বকে যশ্বসী বুঝিয়ে দিয়েছে, ও একজন স্পেশ্যাল ক্রিকেটার। যশ্বসী অজি বোলারদের শাসন করেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্টে ৭০০ রানেরও বেশি করেছে যশ্বসী। ইতিমধ্যেই অনেক সাফল্য পেলেও ওর মাথা ঘুরে যায়নি। যশ্বসী সবসময় রানের জন্য ক্ষুদার্থ থাকে।’ পাশাপাশি দলের আর এক ওপেনার কে এল রাহুলেরও প্রশংসা কবেভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘উল্টো দিকে রাহুলের ব্যাটিং দেখে আরও খোলা মনে খেলতে পেরেছে যশ্বসী।’
গাভাসকরের পাশাপাশি দেশের এই তরুণ ওপেনারের প্রশংসা করে অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেন বলেন, ‘চাপের মধ্যে থেকেও কিভাবে ভালো খেলা যায়, সেটা যশ্বসী দেখিয়ে দিল। প্রথম ইনিংসের ব্যর্থতার কোনও প্রভাব সে দ্বিতীয় ইনিংসে পড়তে দেয়নি।’ অস্ট্রেলিয়ার মিডিয়া ইতিমধ্যেই যশ্বসীকে ‘নতুন কিং’ উপাধি দিয়েছে। এ দিন ৬ মেরে নিজের শতরান পূর্ণ করেন দেশের এই তরুণ ওপেনার। সেটি দেখার পরে আর এক অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ‘দুরন্ত ছয় এবং দুরন্ত শতরান। ভারতের এই তরুণ ক্রিকেটারের থেকে ভবিষ্যতে এই ধরণের আরও অনেক ইনিংস দেখা যাবে বলে আমার বিশ্বাস।’