পুবের কলম, ওয়েবডেস্ক: উপসাগরীয় দেশগুলিতে ব্যান্ড হয়ে গেল ইয়ামি গৌতম অভিনীত ‘আর্টিকেল ৩৭০’ (‘Article 370’ banned) । গত ২৩ ফেব্রুয়ারি মুক্তি পায় এই চলচ্চিত্র। ছবিটির প্রধান ভূমিকায় রয়েছেন ইয়ামি গৌতম(Yami Gautam) ও প্রিয়মণি। বর্তমানে ইয়ামি পাঁচমাসের অন্তঃসত্ত্বা। কিন্তু এই অবস্থাতেও ছবি ট্রেলার লঞ্চ, প্রচার সব কিছুতেই শামিল অভিনেত্রী। ছবিটি প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে। কিন্তু তার মধ্যেই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইনে ব্যান্ড করে দেওয়া হয়েছে ‘আর্টিকেল ৩৭০’।
২০১৯ সালের ৫ আগস্ট কেন্দ্রীয় সরকার পূর্বতন জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে এবং জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে। আর্টিকেল ৩৭০ সিনেমায় ইয়ামি একজন গোয়েন্দা কর্মকর্তা জুনি হকসারের চরিত্রে অভিনয় করেছেন, যা কাশ্মীর উপত্যকার পটভূমিকায় তৈরি করা হয়েছে।