শাশুড়িকে কেন উস্কেছিস? মধ্যপ্রদেশে মহিলাকে বিবস্ত্র করে ঘোরালো মহিলারাই

- আপডেট : ২৭ মার্চ ২০২৪, বুধবার
- / 21
পুবের কলম ওয়েব ডেস্ক: নারকীয় ঘটনার সাক্ষী থাকল ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে। রাগ মেটাতে ৩০ বছরের এক মহিলাকে বাড়ি থেকে বের করে, তার জামা ছিঁড়ে দিয়ে, মারতে মারতে গ্রামের রাস্তায় ঘোরালো অন্য চার মহিলা। মহিলা হয়ে জন্ম নিয়েও অন্য একজন মহিলাকে কিভাবে বিবস্ত্র করে গ্রাম ঘোরাতে পারল চার অভিযুক্ত, এই প্রশ্ন ঘুরছে ইন্দোর জেলার মানুষের মুখে মুখে। এমন নারকীয় ঘটনা যখন ঘটানো হচ্ছিল, তখন উৎসুক গ্রামবাসীদের কয়েকজন আবার ওই ঘটনা মোবাইলে বন্দী করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এই অতি উৎসুক গ্রামবাসীদের খোঁজ করছে পুলিশ। আর অভিযুক্ত চার মহিলাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। হোলির দিনেই এই জঘন্য ঘটনার সাক্ষী হয়েছে গৌতমপুরা পুলিশ স্টেশনের অন্তর্গত বাছোরা গ্রাম।
পুলিশ ওই গ্রাম ঘুরে এসে জানিয়েছে, আপাতত শান্তি রয়েছে গ্রামে। তবে যে মহিলাকে বাড়ি থেকে বের করে অপদস্ত করা হয়েছিল, তিনি সম্মানহানীর ভয়ে গ্রাম ছেড়ে তার বাপের বাড়িতে চলে গেছেন।
অভিযুক্ত চার মহিলার মধ্যে একজনের অভিযোগ ছিল, নির্যাতিতা তার শাশুড়িকে তার বিরুদ্ধে উস্কাত। তার সংসারে অশান্তি সৃষ্টি করত। এমনকি তাকে না জানিয়ে তার শাশুড়িকে সঙ্গে নিয়ে স্থানীয় মান্ডসৌর এলাকায় গেছিল সে। সেই কারণেই নির্মমভাবে মারধর করে উলঙ্গ অবস্থায় গ্রামের রাস্তায় হাঁটানো হয় তাকে।
এক দিকে বেটি বাঁচাও, বেটি পড়াও এর স্লোগান, আর এক দিকে দিনে দুপুরে ডবল ইঞ্জিন রাজ্যে মহিলাকে উলঙ্গ করে ঘোরানোর ঘটনা যেন এক মুখে দুই কথা। বিজেপি শাসিত রাজ্যগুলিতে এধরণের ঘটনা যেন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।