পুবের কলম প্রতিবেদকঃ বছর শেষে দিনের কর্মব্যস্ত অফিস সময়ে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মহিলা। জানা গিয়েছে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা নাগাদ উল্টোডাঙার তেলেঙ্গাবাগান এলাকায় বেসরকারি দুটি বাসের রেসারেসির সময় বেপরোয়া একটি বাস ওই মহিলাকে ধাক্কা মারে। বাসের ধাক্কায় গুরুতর আহত ওই মহিলাকে স্থানীয় বাসিন্দারা ওই মহিলাকাকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা।
উল্লেখ্য, দুর্ঘটনার পরেই হাওড়া-বারাসত রুটের ওই বেসরকারি বাসে ভাংচুর চালান উত্তেজিত জনতা। এলাকাবাসীর অভিযোগ, বিধাননগর স্টেশন লাগোয়া জনবহুল ওই এলাকায় প্যাসেঞ্জার তোলার নামে প্রায়দিনই বাসগুলি রেসারেসি করে।এমনকী রাস্তায় কর্তব্যরত পুলিশ-প্রশাসনের দিকে আঙুল তুলেছেন তাঁরা। দূর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার বিধায়ক সুপ্তি পাণ্ডে। তিনি বলেন, “ট্রাফিক নিয়ম না মেনে রাস্তা পাপারাপার করলে জরিমানা করা উচিত। মানুষের মধ্যে সচেতনতা কম। শিক্ষিত লোকজনও এমন করেন।”