পুবের কলম প্রতিবেদক: বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না এবছর। রাজ্যে এখনও পুরোপুরি প্রবেশ করেনি শীত। তবে রয়েছে শীতের আমেজ। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, জাঁকিয়ে শীত আসতে এখনও ডিসেম্বর। তবে তার মাঝেই সপ্তাহের শেষ থেকে বাড়বে তাপমাত্রা। সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও।
আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষে আরব সাগরে এবং মধ্য বঙ্গোপসাগরের ওপরে নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করবে। তার জেরে আবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকতে পারে রাজ্যে। তার ফলে বাধা পাবে শীত। জাঁকিয়ে শীত পড়তে আমাদের ১৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামী চার থেকে পাঁচদিন বঙ্গজুড়ে অনুভূত হবে শীতের আমেজ।
তবে রবিবারের পর থেকে ধীরে ধীরে বদলাতে শুরু করবে আবহাওয়া। আগামী দুই থেকে তিনদিন আকাশ পরিষ্কার থাকলেও সোমবার থেকেই ফের বৃষ্টির সম্ভাবনা। তবে এক’দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। রবিবারের পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী ২৩ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে হালকা বৃষ্টি হবে।
পাহাড়ে দার্জিলিঙ, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টি হবে।