পুবের কলম, ওয়েবডেস্কঃ একদিকে করোনা আর অন্যদিকে নিম্নচাপ আর ঘূর্ণাবর্ত এর জেরে বিপর্যস্ত সাধারণ জন জীবন। শীতের সময় কয়েকটা দিন জাঁকিয়ে ঠান্ডা পড়লেও ফের নিম্নচাপের কারণে থমকে গেছে শীত। এবার বৃষ্টির পূর্বাভাস শোনাল আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় এই সাত জেলায় বৃষ্টি হবে। আগামী দু’দিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে রেহাই পাবে না উত্তরবঙ্গও।
আজ সকাল থেকেই অবশ্য রোদের দেখা মিলেছে। তবে এই রোদের আমেজ কিছুক্ষণই থাকবে তার পরেই শুরু হবে বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে। তাতে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা।
বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি ও কলকাতাতেও। আগামী দু’দিন ধরে চলবে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও বৃষ্টি হবে। সর্বনিম্ন তাপমাত্রা গড়ে ১৭ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রার গড় স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৯৭ শতাংশ। কুয়াশা থাকবে।