পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজ্যজুড়ে শীতের আমেজ। সকাল থেকে বেশ ঠাণ্ডার শিরশিরানি শুরু হয়েছে। রাতে ফ্যানের স্পিডও কমিয়ে দিতে হচ্ছে। এবার কলকাতা সহ রাজ্যে বেশ তাড়াতাড়ি ঠাণ্ডা পড়তে বলেই আভাস দিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতার তাপমাত্রা নেমেছে। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে রয়েছে তাপমাত্রা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠাণ্ডা কমেছে। আজ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ১৯.১১ ডিগ্রিতে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ থাকবে ৯৩ শতাংশ। এদিকে উত্তরবঙ্গে জাঁকিয়ে পড়েছে ঠাণ্ডা। দার্জিলিংয়ে পারদ নেমেছে। সেই সঙ্গে রয়েছে কুয়াশা।
সোমবার থেকে রাজ্যে শীত পড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।