লখনউ, ২১ অক্টোবর: স্বামীর মঙ্গল কামনায় করবা চৌথের ব্রত রাখেন হিন্দু বিবাহিত নারীরা। এই ব্রতকে স্ত্রীদের জন্য পূণ্য বলে মানা হয়। এই উৎসবটিকে স্বামী-স্ত্রী’র মধ্যে প্রেম ও প্রতিশ্রুতির গভীর বন্ধন বলে মনে করা হয় ভারতীয় সংস্কৃতিতে। কিন্তু সেই করবা চৌথের দিন স্বামীকে বিষাক্ত ম্যাকারনি খাইয়ে মারলেন স্ত্রী। হাসপাতালে মৃত্যু হয়েছে স্বামীর।
উত্তরপ্রদেশের কৌশাম্বীর ঘটনা। মৃত স্বামীর নাম শৈলেশ কুমার (৩২)। তাদের বিবাহিত জীবন সুখের ছিল না বলে জানা গেছে। রবিবার, শৈলেশ সকাল থেকেই করবা চৌথের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন, তার স্ত্রী প্রথাগত উপবাস পালন করেছিলেন। সন্ধ্যায় উপবাস ভাঙার আগেই স্বামী-স্ত্রী’র দুজনের মধ্যে ঝগড়া হয়।
পরিস্থিতি শান্ত হতেই সবিতা রাতের খাবার তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। ম্যাকারনিতে বিষ মিশিয়ে পরিবেশন করে, সেখান থেকে প্রতিবেশী ঘরে যাচ্ছি বলে পালিয়ে যান সবিতা।
খাবার খাওয়ার পর থেকেই শৈলেশ অসুস্থ হতে থাকেন, তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের লোকেরা। মৃত্যুর আগে শৈলেশ ভিডিও বার্তায় তার জবানবন্দিতে স্ত্রীয়ের বিরুদ্ধে বিষ খাইয়ে মারার অভিযোগ আনেন। পরে পুলিশ সবিতাকে গ্রেফতার করে।
পুলিশ সুপার ব্রিজেশ কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে পুরো ঘটনাটির বিষয় জানা যাবে।