কলকাতাMonday, 28 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

সুদানে ব্যাপক খাদ্য সংকট, মৃত্যুর মুখে লক্ষ লক্ষ মানুষ: ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম

Kibria Ansary
October 28, 2024 8:45 pm
Link Copied!

জেনেভা, ২৮ অক্টোবর: খাদ্য ব্যাপক সংকট দেখা দিয়েছে সুদানে। ক্ষুধায় অনাহারে দিন কাটাচ্ছে দেশটির লক্ষ লক্ষ মানুষ। ইতিমধ্যে এনিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের খাদ্য সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। সোমবার আন্তর্জাতিক সংস্থাটি সতর্ক করে বলেছে, “সুদানে খাবারের সংকটের কারণে লাখ লাখ মানুষ ক্ষুধায় মারা যেতে পারে।”

Read More: আমরা তাকিয়ে যুদ্ধ দেখব না, যায়নবাদীদের কড়া জবাবের হুঁশিয়ারি দিলেন পেজেশকিয়ান

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (WFP)এক্স-এ জানিয়েছে, “সুদানে নৃশংস যুদ্ধ বিশ্বের বৃহত্তম ক্ষুধা সংকটের সৃষ্টি করেছে। প্রতি ২ জনের মধ্যে ১ জন মানুষ প্রতিদিন খাবারের জন্য হাহাকার করছে, না খেতে পেয়ে দিন কাটছে। উত্তর দারফুরে দুর্ভিক্ষ ব্যাপক আকার নিয়েছে।”

দেশটিতে বিশাল আকারে মানবিক সহায়তা বাড়ানোর আবেদন জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। মানবিক সহায়তা না পেলে সুদানে কয়েক হাজার মানুষ ক্ষুধায় মারা যেতে পারে বলেও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম।