পুবের কলম প্রতিবেদক: এমনিতেই ধীরে ধীরে আইপিএলের আঙিনায় কমে এসেছে বাংলাদেশি ক্রিকেটারদের ভিড়। গতবার আইপিএলে তবু তিন বাংলাদেশি ক্রিকেটার, শাকিব আল হাসান, মস্তাফিজুর রহিম ও লিটন দাসরা সুযোগ পেয়েছিলেন। কিন্তু এবার আইপিএলের আঠারোতম সংস্করণে নেই একজনও বাংলাদেশি ক্রিকেটার।
নিলামে বাংলাদেশের ১০ জন ক্রিকেটারের কাউকেই নেয়নি কোনও ফ্র্যাঞ্চাইজিই। অনেকে এর কারণ হিসেবে ব্যাখ্যা করেছেন, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি। যদিও বাংলাদেশ ক্রিকেটের ডিরেক্টর নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, ‘আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের টি-২০ পারফরম্যান্স ততটা উল্লেখযোগ্য হচ্ছে না।
আফগানিস্তানের ক্রিকেটাররা আমাদের থেকে অনেক ভালো পারফর্ম করছে। ওদের তাই অনেক ক্রিকেটার আইপিএলে খেলছে।’ পাশাপাশি ফাহিম এটাও বলছেন, ‘এটাও ঠিক যে, সুযোগ না পেলে তারা নিজেদের প্রতিভার বিচ্ছুরণ ঘটাবে কি করে? আইপিএলটাই তো টি-২০ ক্রিকেটে নিজেকে জাহির করার একটা মঞ্চ।’ কিন্তু সেই মঞ্চ থেকে এবারের মতো ব্রাত্য বাংলাদেশি ক্রিকেটাররা।