নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি: দিল্লির মসনদে বসতে চলেছে গেরুয়া শিবির। নির্বাচনের ফলাফলের ট্রেন্ড বলছে, দিল্লিতে বিজেপির সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা মাত্র। ২৭ বছর পর একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজধানীতে ফিরছে গেরুয়া শিবির। এখন সবথেকে বড় প্রশ্ন, কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী? ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। পদ্মের মুখ্যমন্ত্রীর পদে একাধিক নাম ভেসে উঠছে। তা নিয়েও বিজেপির অন্দরে শুরু হয়েছে জোর চর্চা।
মুখ্যমন্ত্রীর পদের দৌড়ে কারা?
দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন বিজেপি নেতা প্রবেশ ভার্মা। দিল্লি নির্বাচনে ‘নতুন দিল্লি’ আসন থেকে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রবেশ ভার্মাকে প্রার্থী করেছিল গেরুয়া শিবির। দিল্লির প্রাক্তন প্রধানমন্ত্রী সাহেব সিং ভার্মার সুযোগ্য পুত্র তিনি। পশ্চিম দিল্লি থেকে দু’বার সাংসদ হয়েছিলেন প্রবেশ। পঁচিশের বিধানসভা নির্বাচনে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেছেন তিনি। রাজনৈতিক মহল সূত্রের খবর, দিল্লির মসনদে বসার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে তিনিই।
এছাড়াও মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন বিজেপি নেতা দুষ্যন্ত কুমার গৌতম, বিজেন্দ্র গুপ্ত, রমেশ বিধুরী, মনোজ তিওয়ারি, বীরেন্দ্র সচদেব।