“যেই নিয়োগের প্রস্তুতি নিচ্ছি, তখনই মামলা করা হচ্ছে”, বিরোধীদের তোপ মমতার

- আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৪, সোমবার
- / 6
পুবের কলম, ওয়েবডেস্ক: বিরোধীদের জন্যই শিক্ষক নিয়োগ আটকে রয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়োগের প্রস্তুতি শুরু করলেই মামলা করা হচ্ছে বলেও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করে বলেন, “বহু শূন্যপদ রয়েছে। কিন্তু নিয়োগ করতে পারছি না। এই বিজেপি-সিপিএম-কংগ্রেস নেতাগুলোর জন্য নিয়োগ আটকে রয়েছে। চাকরি পেলে ওদের লোকসান।” মানুষের চাকরি আটকাতে নেই বলেও বিরোধীদের তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “৬০ হাজার পুলিশ, ১ লক্ষ শিক্ষক, বিভিন্ন দপ্তরে ৫ লক্ষ যুবক-যুবতীকে নেওয়া হবে। যেই আমরা রেডি করছি, তখনই মামলা করা হচ্ছে। আর হাসতে-হাসতে বলছে, দেখলে তো চাকরিটা হতে দিলাম না। যেন জমিদারি পেয়ে গিয়েছেন!” এরপরই গণতন্ত্রের লড়াই রাস্তায় নেমে করার কথা বলেন মুখ্যমন্ত্রী।