রহমতুল্লাহ, মুর্শিদাবাদ: মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ হাজারদুয়ারীর অফিসের বিভিন্ন জিনিসপত্র ট্রাকে করে নিয়ে যাওয়ায় বিক্ষোভ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, রাত্রি ১০ টা ১৩ মিনিটে হাজারদুয়ারি থেকে একটি ট্রাক বের হচ্ছে। ওই ট্রাকটি চকবাজার মোড় হয়ে ১০ টা ১৫ মিনিটে রেজিস্ট্রি অফিসের দিকে বেরিয়ে যায়। সকালে আরও একটি মিনি ট্রাক হাজারদুয়ারিতে প্রবেশ করে। খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দা থেকে নবাব পরিবারের সদস্যরা হাজারদুয়ারীর সামনে এসে মিনি ট্রাকটি আটক করে। পরবর্তীতে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের পক্ষ থেকে তাদের জানানো হয়, রায়গঞ্জে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নতুন অফিস তৈরি হয়েছে, সেখানে অফিসের জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে মাত্র। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের তরফ থেকে একটি তালিকাও দেওয়া হয় প্রতিবাদীদের হাতে। কিন্তু প্রতিবাদীদের অভিযোগ, হাজারদুয়ারি খোলা থাকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। সুতরাং অফিসের জিনিসপত্র দিনের বেলায় নিয়ে যাওয়া উচিৎ ছিল তাদের। হাজারদুয়ারি মিউজিয়ামে বহু মূল্যবান জিনিসপত্র আছে, সেগুলি সরিয়ে দিলেও কেউ কিছুই জানতে পারবে না। সুতরাং যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকার সঙ্গে রাতের জিনিসপত্রের মিল আছে তাতে বিশ্বাস করছেন না প্রতিবাদীরা।
রাতের অন্ধকারে কাউকে কিছু না জানিয়ে জিনিসপত্র সারানোর অভিযোগে বুধবার দুপুরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় হাজারদুয়ারি চত্বরে। ঘটনাস্থলে উপস্থিত হয় মুর্শিদাবাদ থানার পুলিশ। পরবর্তীতে জিনিসপত্রের তালিকা দেওয়া হলে মিনি ট্রাকটি যেতে দেওয়া হয়। যদিও এবিষয়ে পুরাতত্ত্ব বিভাগের সুপারিনটেনডেন্ট হরি ওম সরন সংবাদমাধ্যমকে কোনো প্রতিক্রিয়া দেননি।