নয়াদিল্লি, ২৫ অক্টোবরঃ শিখ নেতা হত্যাকাণ্ড নিয়ে ভারত-কানাডার কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরেছে। দু’দেশের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে উদ্বেগ্ন বাড়ে কানাড়ায় পাঠরত ভারতীয় পড়ুয়াদের। এই পরিস্থিতে এবার দুশ্চিন্তার কথা শোনালেন কানাডায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মা। তিনি বললেন, কানাডায় পড়তে যেতে ইচ্ছুক ভারতীয় পড়ুয়াদের দু’বার ভাবনাচিন্তা করা উচিত। কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করেও অনেক পড়ুয়া নিম্নমানের কলেজে ভর্তি হয়েছে। যেখানে চাকরির কোনও সম্ভাবনা নেই। ফলে হতাশায় আত্মহত্যার পথ বেছে নেন তারা।
Read More: ফিলিপাইন্সে ঘূর্ণিঝড় ট্রামিতে ৭৬ জনের মৃত্যু
২০২২ সাল থেকে কানাডায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সঞ্জয় কুমার ভার্মা। সম্প্রতি দু’দেশের সম্পর্কে টানাপোড়েনের কারণে চলতি মাসের শুরুতে তাঁকে ভারতে ফিরে আসতে হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার আমলে একটা সময় প্রতি সপ্তাহে অন্তত দুটি করে শিক্ষার্থীর মৃতদেহ ব্যাগে করে ভারতে পাঠানো হতো।” এক প্রশ্নের উত্তরে ভারতের রাষ্ট্রদূত বলেন, কানাডার সাথে সম্পর্ক ভাল থাকলেও তিনি প্রত্যেক বাবা-মাকে এই পরামর্শই দিতেন। তিনি নিজেই একজন বাবা ফলে সেই আন্তরিকতা থেকেই এই আদেবন করতেন। ভার্মার মতে, “তারা ভবিষ্যতের স্বপ্ন পূরণের আশায় সেখানে যায়, কিন্তু পরে লাস হয়ে ফেরত আসে।”