কলকাতাSaturday, 30 October 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

এক টাকার লেনদেনেই মিলতে পারে ৫১ টাকার ক্যাশব্যাক,নয়া সুযোগ হোয়্যাটসঅ্যাপের

mtik
October 30, 2021 5:35 pm
Link Copied!

পুবের কলম ওয়েবডেস্ক : অনলাইনে লেনদেনের সুযোগ আছে হোয়্যাটসঅ্যাপে।তবে তা তেমন জনপ্রিয় নয়। সেই প্ল্যাটফর্মকে জনপ্রিয় করে তুলতে গ্রাহকদের বিশেষ সুযোগ দিচ্ছে মেটার (ফেসবুকের নয়া নাম) মালিকাধীন মেসেজিং প্ল্যাটফর্ম। অনলাইনে টাকা দিলে নির্দিষ্ট ব্যবহারকারীদের ৫১ টাকা ক্যাশব্যাক দিচ্ছে হোয়্যাটসঅ্যাপ। আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড বিটা টেস্টারে সেই অফার পাওয়া যাচ্ছে।

অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২১.২০.৩-এর ব্যবহারকারীরা নয়া অফার নিয়ে মেসেজ পাচ্ছেন। তাতে বলা হচ্ছে, ‘নগদ দিন এবং ৫১ টাকা ফেরতে পেয়ে যান।’ অনলাইন লেনদেনের ক্ষেত্রে নিজেদের প্ল্যাটফর্মকে জনপ্রিয় করে তুলতে সেই ক্যাশব্যাকের অফার দিচ্ছে হোয়্যাটসঅ্যাপ।এমনটা স্পষ্ট।

ক্যাশব্যাক পাওয়ার জন্য কোনও ন্যূনতম সীমা ধার্য হয়নি। অর্থাৎ কেউ যদি এক টাকারও লেনদেন করেন, তাহলে তিনি ৫১ টাকার ক্যাশব্যাক পেতে পারেন। ক্যাশব্যাকের ক্ষেত্রে কোনও সর্বনিম্ন সীমা না রাখা হলেও সর্বাধিক পাঁচবার ক্যাশব্যাক পাওয়া যাবে বলে জানিয়েছে হোয়্যাটসঅ্যাপ। সেই ভিত্তিতে কোনও ব্যবহারকারী এই অফারের মাধ্যমে সর্বাধিক ২৫৫ টাকা ক্যাশব্যাক পেতে পারেন।

জানুন কোন শর্তে ক্যাশব্যাক ?

সেই ক্যাশব্যাক অফার পাওয়ার ক্ষেত্রে হোয়্যাটসঅ্যাপ কোনও বিধিনিষেধ চাপায়নি। তবে অফার পাওয়ার জন্য ব্যবহারকারীদর পাঁচটি আলাদা অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে। বৈধ লেনদেন করার পরই গ্রাহকদের অ্যাকাউন্টে সেই ক্যাশব্যাকের টাকা জমা পড়ে যাবে।

সংশ্লিষ্ট মহলের মতে, নয়া অফারের মাধ্যমে গুগল পে’কে ছোঁয়ার চেষ্টা করছে হোয়্যাটসঅ্যাপ। পরিষেবা শুরুর পর গোড়ার দিকে গ্রাহকদের একইরকম অফার দিত গুগল পে। সেই সময় সংস্থার তরফে স্ক্র্যাচ কার্ড দেওয়া হত। তা থেকে ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হত। তবে ধীরে ধীরে সেই ক্যাশব্যাক দেওয়ার প্রবণতা থেকে সরে এসেছে গুগল পে। আপাতত কয়েকটি নির্দিষ্ট পরিষেবার ক্ষেত্রে কুপন এবং বিশেষ অফার প্রদান করে থাকে।