সরকার Pegasus ব্যবহার করলে সমস্যা কোথায়? প্রশ্ন সুপ্রিম কোর্টের

- আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
- / 29
সরকার Pegasus ব্যবহার করলে সমস্যা কোথায়? প্রশ্ন সুপ্রিম কোর্টের
পুবের কলম, ওয়েবডেস্ক: সরকার যদি এই স্পাইওয়্যার (Pegasus) ব্যবহারও করে, তাহলে সমস্যাটা কোথায়? স্পাইওয়্যার রাখায় কোনও সমস্যা নেই। মঙ্গলবারে শুনানিতে এমনই মন্তব্য করলেন সুপ্রিম বিচারপতি। দেশের নিরাপত্তার স্বার্থে পেগাসাস স্পাইওয়্যার রাখা ভুল নয় বলেও জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।
Pahalgam terror attack: একজোট হওয়ার বার্তা দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি রাহুলের
এদিন বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এন কটিশ্বর সিংয়ের বেঞ্চে চলে মামলার শুনানি। মামলাকারীদের আইনজীবী দীনেশ দ্বিবেদী বেঞ্চকে জানান, পেগাসাস (Pegasus) স্পাইওয়্যার নিয়ে কেন্দ্র সরকার কিনেছে বা কেনেনি, সেটা আমাদের সমস্যা নয়। কিন্তু কেন্দ্রের কাছে যদি সত্যিই স্পাইওয়্যার থাকে, তবে তাদের এটা ব্যবহার থেকে নিয়ন্ত্রণ করার মতো কেউ নেই।
এরপরই বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ, ‘সরকার যদি এই স্পাইওয়্যার ব্যবহারও করে, তাহলে সমস্যাটা কোথায়? স্পাইওয়্যার রাখায় কোনও সমস্যা নেই। কিন্তু কার বিরুদ্ধে এটা ব্যবহার হচ্ছে, সেই প্রশ্নের। আমরা কোনও মতেই দেশের নিরাপত্তাকে সঙ্কটে ফেলতে পারি না।’