৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্রিম রায়ে ‘দাগিদের’ কী হবে? সমাবেশ থেকে জানালেন মুখ্যমন্ত্রী

চামেলি দাস
  • আপডেট : ৭ এপ্রিল ২০২৫, সোমবার
  • / 68

পুবের কলম, ওয়েবডেস্ক: ৩ এপ্রিল সুপ্রিম কোর্টে রায়ে বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষককর্মী। ‘যোগ্য’ শিক্ষকদের নিয়ে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমাবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘যোগ্য’দের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের রায়ে যারা ‘দাগি’ তাঁদের কী হবে তা নিয়েও এদিন সমাবেশ থেকে জানান মমতা। ‘যোগ্য’দের সমাধানের পর ‘অযোগ্য’দের ওএমআর-সহ যাবতীয় নথি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। যদি গলদ ধরা পরে সেক্ষেত্র কিছু করতে পারবেন না বলেও সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে অন্যায়ভাবে কাউকে ‘অযোগ্য’ বলে দাবি করা হলে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ‘যোগ্য’ শিক্ষকদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর, দু’মাসর মধ্যে চাকরির আশ্বাস

সোমবার মুখ্যমন্ত্রী আরও  বলেন, “যোগ্যদের সমস্যা প্রথমে সমাধান করব। সুপ্রিম কোর্টের কাছে যোগ্য ও অযোগ্যদের তালিকা চাইব। সেই তালিকা অনুযায়ী আমি নিজে অযোগ্যদের যাবতীয় নথি খতিয়ে দেখব।” চাকরিহারাদের নিশ্চিন্তে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, “চিন্তা করবেন না। নিশ্চিন্তে থাকুন। যোগ্য-অযোগ্যদের গন্ডগোল তৈরি করবেন না। বাচ্চাদের শিক্ষা দিন। আমি নিশ্চয় সকলের কথা শুনব। আগে আমাকে তদন্ত করতে দিন। আইনের ধারা অনুযায়ী কাজ করব। কারও চাকরি যাক সেটা আমি চাই না।”

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুপ্রিম রায়ে ‘দাগিদের’ কী হবে? সমাবেশ থেকে জানালেন মুখ্যমন্ত্রী

আপডেট : ৭ এপ্রিল ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ৩ এপ্রিল সুপ্রিম কোর্টে রায়ে বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষককর্মী। ‘যোগ্য’ শিক্ষকদের নিয়ে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমাবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘যোগ্য’দের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের রায়ে যারা ‘দাগি’ তাঁদের কী হবে তা নিয়েও এদিন সমাবেশ থেকে জানান মমতা। ‘যোগ্য’দের সমাধানের পর ‘অযোগ্য’দের ওএমআর-সহ যাবতীয় নথি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। যদি গলদ ধরা পরে সেক্ষেত্র কিছু করতে পারবেন না বলেও সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে অন্যায়ভাবে কাউকে ‘অযোগ্য’ বলে দাবি করা হলে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ‘যোগ্য’ শিক্ষকদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর, দু’মাসর মধ্যে চাকরির আশ্বাস

সোমবার মুখ্যমন্ত্রী আরও  বলেন, “যোগ্যদের সমস্যা প্রথমে সমাধান করব। সুপ্রিম কোর্টের কাছে যোগ্য ও অযোগ্যদের তালিকা চাইব। সেই তালিকা অনুযায়ী আমি নিজে অযোগ্যদের যাবতীয় নথি খতিয়ে দেখব।” চাকরিহারাদের নিশ্চিন্তে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, “চিন্তা করবেন না। নিশ্চিন্তে থাকুন। যোগ্য-অযোগ্যদের গন্ডগোল তৈরি করবেন না। বাচ্চাদের শিক্ষা দিন। আমি নিশ্চয় সকলের কথা শুনব। আগে আমাকে তদন্ত করতে দিন। আইনের ধারা অনুযায়ী কাজ করব। কারও চাকরি যাক সেটা আমি চাই না।”