Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

বর্ধমান জেলে বদলি অর্ণব, সোমবার ভর্তি হচ্ছেন পিএইচডিতে

ইমামা খাতুন

Published: 14 July, 2024, 06:51 PM
বর্ধমান জেলে বদলি অর্ণব, সোমবার  ভর্তি হচ্ছেন পিএইচডিতে

পুবের কলম প্রতিবেদক: রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি আগেই জানিয়েছিলেন যে, মাওবাদী অর্ণবের পিএইচডিতে ভর্তির জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে। প্রয়োজনে হুগলি জেল থেকে তাতে বর্ধমানে স্থানান্তর করা হবে। সেই মতো হুগলি জেল থেকে রবিবার অর্ণব দামকে বর্ধমান জেলে বদলি করা হয়।

প্রশাসনিক সূত্রে খবর, সোমবার তিনি সেখান থেকে পিএইচডিতে ভর্তির জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যাবেন। সে জন্য প্রয়োজনীয় অন্তর্বর্তী প্যারোল মঞ্জুর করেছেন এডিজি কারা। এই নিয়ে এদিনই বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় ঘোষণা করা হবে। এদিকে অর্ণবের হয়ে সওয়ালকারী তৃণমূল নেতা কুণাল ঘোষ খুশি। তিনি জানান, জট কাটতে চলেছে। কথা রাখছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার কড়া নিরাপত্তার মধ্যে দুপুর ১২ টার সময় হুগলির সংশোধনাগার থেকে বর্ধমানের উদ্দেশ্যে বের করা হয়।তার পর ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে অর্ণবকে কড়া নিরাপত্তার মাঝে আনা হয় বর্ধমান জেলা সংশোধনাগারে।

জানা গিয়েছে, গত ২৬ জুন পুলিশি প্রহরায় ইন্টারভিউয়ের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে হাজির হন অর্ণব। গত ৫ জুলাই মেধাতালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়। দেখা যায় ইতিহাস বিভাগে ১০০ নম্বরের মধ্যে ৭৬.৮৬৭০ নম্বর পেয়ে প্রথম হন এই মাওবাদী নেতা। এই বিভাগে গবেষণা করার জন্য ইন্টারভিউয়ে ২৪৯ জনকে পিছনে ফেলে প্রথম হন অর্ণব ওরফে বিক্রম দাম। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, মেধাতালিকায় থাকা পরীক্ষার্থীদের জন্য ৯ জুলাই কাউন্সেলিংয়ের দিন নির্ধারিত ছিল। কিন্তু ৮ জুলাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়, অনিবার্য কারণে কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত হয়েছে। অবশেষে সেই কাটতে চলেছে জট।

Leave a comment