Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

নাবালিকাকে ধর্ষণের চেষ্টার  দায়ে সাধুবাবার পাঁচ বছরের জেল ও জরিমানা

Bipasha Chakraborty

Published: 11 July, 2024, 08:29 PM
নাবালিকাকে ধর্ষণের চেষ্টার  দায়ে সাধুবাবার পাঁচ বছরের জেল ও জরিমানা

 

 দেবশ্রী মজুমদার, বোলপুর: এক নাবালিকাকে প্রলোভন দেখিয়ে আশ্রম নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টার অভিযোগে এক সাধু বাবাকে ৫ বছরের জেল, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের জেলের নির্দেশ দিল বোলপুর মহকুমা আদালত। ২০১৮ সালে লাভপুর থানার শিতল গ্রামে ১১ বছরের এক নাবালিকা জেরক্স করতে যাওয়ার সময় এক সাধু বাবা ওরফে মধুসূদন যস তাকে প্রলোভন দেখিয়ে আশ্রমে নিয়ে গিয়ে তাকে বিবস্ত্র করে ধর্ষণ করার চেষ্টা করে।  সে সময় ওই নাবালিকা কোন ক্রমে  পালিয়ে আসে সেখান থেকে। এসে পরিবারকে পুরো ঘটনাটি জানায়। এর পর পরিবার লাভপুর থানায় সাধু বাবার নামে লিখিত অভিযোগ করে ধর্ষণ করার চেষ্টা করার জন্য। তার পরিপেক্ষিতে পক্সো মামলা শুরু হয় সাধুবাবার বিরুদ্ধ।  এই ঘটনায় ১৭ জন সাক্ষ‍্যদান করেন আদালতে।

এদিন বোলপুর মহকুমা আদালতের বিচারক উমেশ সিংহ সাধু বাবাকে দোষী সাব্যস্ত করে ৫ বছরে জেল, ২০ হাজার টাকা জরিমানা অনাদায় আরো এক বছরের জেল হেপাজতের নির্দেশ দেয় বলে জানান সরকারি  আইনজীবী তপন কুমার দাস।

তিনি বলেন, একটি নাবালিকাকে আশ্রমে নিয়ে গিয়ে সাধুবাবা নামে পরিচিত ওই দোষী সাব‍্যস্ত ব‍্যক্তি যা করেছে। তা সমাজের কাছে খুবই খারাপ। মেয়েটিকে উলঙ্গ করে ধর্ষণের চেষ্টা করলে, মেয়েটি চিৎকার চেচামেচি করে পালাতে সক্ষম হয়। প্রথম দিন কিছু না বললেও, পরের দিন বাবা মাকে জানালে লাভপুর থানায় পক্সো আইনে সেকশন ফোরে মামলা রুজু হয়।  পক্সো আইনের সেকশন ফোরে মামলা রুজু হলেও, সাক্ষ‍্যদানের পর ওই সেকশন টেকে নি। দশে চলে যায়। ফলে সাজাটা কমে যায়।

Leave a comment