Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

মুকুল রায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল

ইমামা খাতুন

Published: 06 July, 2024, 08:40 PM
মুকুল রায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল

 

 

পুবের কলম প্রতিবেদক: মুকুল রায়ের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। শনিবার বাবাকে দেখে বেরিয়ে আসার পর এই কথাই জানালেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। জানা গিয়েছে, গত বুধবার রাতে বাথরুম থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন মুকুল রায়। এরপরই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিন দুপুর থেকে সোশ্যাল মিডিয়ায় মুকুলের শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের পোস্ট ঘোরাফেরা করে। তবে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে বাবা কেমন আছেন, সেই কথা নিজেই জানান মুকুল পুত্র গুনাংশু রায়। এই প্রসঙ্গে তিনি জানান, আমি একটু আগেই গিয়েছিলাম। হালকা রেসপন্স করলেন। অক্সিজেন চলছে। অপারেশনের পর ভেন্টিলেশনে ছিলেন। তবে সেখান থেকে বের করা হয়েছে। ওনাকে যেমন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তার থেকে ভালোই আছেন। চিকিৎসকরা যথেষ্ট চেষ্টা করছেন। এখনও পুরোপুরি জ্ঞান ফেরেনি। তবে ডাকলে সাড়া দিচ্ছেন। যেহেতু ব্রেনের অপারেশন হয়েছে, তাই চিকিৎসকরা বলেছেন, বাবার সুস্থ হতে সময় লাগবে।একইসঙ্গে শুদ্রাংশু এদিন জানিয়েছেন, ‘দলের তরফে অনেকেই বাবার খোঁজ নিচ্ছেন। খোদ মুখ্যমন্ত্রীও লোক মারফত বাবার খোঁজ নিচ্ছেন। শুধু তৃণমূল নয়, বিজেপির তরফেও অনেকেই এসে দেখে গিয়েছেন।উল্লেখ্য, গত শুক্রবার হাসপাতালে গিয়ে মুকুল রায়কে দেখে আসেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অসুস্থ নেতাকে দেখে এসে কুণাল জানান, মুকুল রায়কে দেখে এলাম। খুব খারাপ লাগল। মস্তিষ্ক অচল। চোখ বুজে রয়েছেন। শুদ্রাংক কয়েকবার ডাকল। কিন্তু সাড়া দিল না।কয়েক মাস আগে যখন মুকুলবাবু পানিহাটির হাসপাতালে ভর্তি ছিলেন, তখন সেখানে গিয়ে তাঁকে দেখে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও।

Leave a comment