Sat, September 28, 2024

ই-পেপার দেখুন

আন্দুল-আদ্রা স্টেশন সংস্কার: বাতিল একাধিক ট্রেন, ভোগান্তির মুখে যাত্রীরা

Kibria Ansary

Published: 06 July, 2024, 04:09 PM
আন্দুল-আদ্রা স্টেশন সংস্কার: বাতিল একাধিক ট্রেন, ভোগান্তির মুখে যাত্রীরা

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের ভোগান্তির মুখে ট্রেন যাত্রীরা। শিয়ালদহে পর আন্দুলে কাজের জন্য বাতিল হচ্ছে একাধিক ট্রেন। শনিবারই দক্ষিণ পূর্ব রেলের শাখায় বাতিল হয়েছে ৬৬টি লোকাল। খড়গপুর থেকে হাওড়ামুখী কোনও ট্রেন এখনও ছাড়েনি বলে অভিযোগ যাত্রীদের। ইতিমধ্যে ট্রেন পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা।

পাশাপাশি আদ্রা ডিভিশনেও ফের বাতিল করা হয়েছে ট্রেন। রবিবার তুপকাডি-রাজবেড়া শাখায় সাবওয়ের কাজ হবে। তার জন্য ওইদিন সকাল ৯টা ১৫ থেকে বিকেল ৬টা ১৫ পর্যন্ত পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। যে কারণে ওইদিন ডিভিশনে চলাচলকারী চারটি ট্রেন বাতিল করা হয়েছে। আদ্রা ডিভিশনের এক আধিকারিক বলেন, যাত্রীদের সুরক্ষা ও স্টেশনগুলোকে নতুন করে সাজিয়ে তুলতে জোরকদমে কাজ চলছে। তার জন্য তো সাময়িক অসুবিধা হবেই।

রাজ্য - এর থেকে আরোও খবর

Andul-Adra Station Renovation Multiple Trains Canceled Passengers Face Suffering

Leave a comment