Mon, September 30, 2024

ই-পেপার দেখুন

১০ জুলাই ভোট, ছুটি ঘোষণা রাজ্যের

ইমামা খাতুন

Published: 06 July, 2024, 01:18 PM
১০ জুলাই ভোট, ছুটি ঘোষণা রাজ্যের

 

 

পুবের কলম প্রতিবেদক: বিভিন্ন কারণে তৈরি হওয়া কয়েকটি বিধানসভা এলাকায় জনপ্রতিনিধিত্বের শূন্যস্থান তৈরি হয়। সেই শূন্যস্থান পূরণে রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ১০ জুলাই। ভোটের দিনক্ষণ  ঠিক হয়েছে বুধবার, অর্থাৎ- কাজের দিনেই ভোট হবে। কিন্তু সাধারণ মানুষ যাতে সেই উপর্নিবাচনে ভোট  দেওয়ার সুযোগ পান, সেই কারণে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট (এনআই) ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  
আগামী ১০ তারিখ ভোট হবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা ও কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে। এই চার আসনের উপনির্বাচনের জন্য এই ছুটি ঘোষণা করা হয়েছে। ওই চার বিধানসভা এলাকায় সরকারি অফিস, সংস্থা, কর্পোরেশন, বোর্ড, শিক্ষা  প্রতিষ্ঠানগুলিতে ছুটি থাকবে। ওই দিন ওই বিধানসভা এলাকার কোনও বাসিন্দা যদি কর্মসূত্রে অন্যত্র থাকেন,  তাহলে তিনি ভোটদানের জন্য সবেতন ছুটির সুবিধা পাওয়ার অধিকারী হবেন। সরকারি সংস্থার মতো বেসরকারি সংস্থার কর্মীরাও সবেতন ছুটি পাবেন। কোথাও রি-পোল হলেও সেখানকার কর্মীদের ছুটি দেওয়া হবে। 

 

Leave a comment