Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

সরকারি হাসপাতালে ছানি অপারেশন, চোখে সংক্রমণ ২৫ জন রোগীর

Kibria Ansary

Published: 04 July, 2024, 03:19 PM
সরকারি হাসপাতালে ছানি অপারেশন, চোখে সংক্রমণ ২৫ জন রোগীর

পুবের কলম, ওয়েবডেস্ক: ছানি অপারেশন করে চোখে সংক্রমণ নিয়ে বিপাকে ১৬ জন রোগী। গার্ডেনরিচ সুপার-স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ রোগী ও পরিবারের। যদিও স্বাস্থ্য দফতর ভুক্তভোগী রোগীদের কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তর করেছে। ক্ষতিগ্রস্থ রোগীদের ফের এক দফা অপারেশন হবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, গত শুক্র ও শনিবার গার্ডেনরিচ সুপার-স্পেশালিটি হাসপাতালে ১৬ জনের চোখের ছানি কাটা হয়। মঙ্গলবার রোগীরা চেক-আপ করতে হাসপাতালে গিয়েছিলেন। রোগীদের চোখের ব্যান্ডেজ খোলার পর দেখা যায় ছানি কাটার পর চোখ সংক্রমণের কবলে পড়েছে।

রাজ্য - এর থেকে আরোও খবর

Cataract operation eye infection of 25 patients government hospital

Leave a comment