Sat, October 5, 2024

ই-পেপার দেখুন

আজিমগঞ্জ -কাশিমবাজার নতুন ট্রেনের উদ্বোধন রেলমন্ত্রীর হাতে, ৪ অক্টোবর থেকে পরিষেবা শুরু

Bipasha Chakraborty

Published: 03 October, 2024, 04:12 PM
আজিমগঞ্জ -কাশিমবাজার নতুন ট্রেনের উদ্বোধন রেলমন্ত্রীর হাতে, ৪ অক্টোবর থেকে পরিষেবা শুরু

রহমতুল্লাহ, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলাবাসীর দীর্ঘ ২০ বছর প্রতীক্ষার অবসান আজিমগঞ্জ - নশিপুর রেলব্রিজ উপর দিয়ে ছুটলো যাত্রীবাহী ট্রেন। বুধবার আজিমগঞ্জ -কাশিমবাজার নতুন ট্রেনের ভার্চুয়াল শুভ উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
 

২রা অক্টোবর ট্রেনের উদ্বোধন হলেও ৪ঠা অক্টোবর থেকে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হবে। অবশেষে মুর্শিদাবাদ বাসির দীর্ঘ দিনের স্বপ্নপূরণ,  আজিমগঞ্জ থেকে দু'জোড়া মেমু ট্রেন চলবে কাশিমবাজার পর্যন্ত এক জোড়া কৃষ্ণনগর পর্যন্ত।


এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবুতাহের খান, লালবাগের বিধায়ক গৌরী সংঙ্কর ঘোষ, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ প্ৰমুখ। 


২রা অক্টোবর দীর্ঘ ২০ বছর প্রতীক্ষার ফল পেল মুর্শিদাবাদবাসী। আজিমগঞ্জ জংশন থেকে কাশিমবাজার পর্যন্ত প্রথম যাত্রীবাহী ট্রেন ছুটলো নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে যা দেখার জন্য স্টেশন চত্ত্বর ও নসিপুর রেল ব্রিজের দুই ধারে জনসাধারণের আনন্দ উচ্ছ্বাসে পরিপূর্ণ ভিড় ছিল চোখে পড়ার মত।

Leave a comment