Sat, October 5, 2024

ই-পেপার দেখুন

হ্যাম রেডিওর চেষ্টায় হারিয়ে যাওয়া ব্যক্তি ফিরে পেল আপনজনকে

Bipasha Chakraborty

Published: 01 October, 2024, 08:47 PM
হ্যাম রেডিওর চেষ্টায় হারিয়ে যাওয়া ব্যক্তি ফিরে পেল আপনজনকে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : হ্যাম রেডিওর চেষ্টায় হারিয়ে যাওয়া ব্যক্তি ফিরে পেল তাঁর আপনজনকে। পুজোর আর হাতে গোনা কটা দিন বাকি । নেপালটা তো এখনো মাইক লাগালো না । হঠাৎ করে এই একই কথা বার বার বলছিলেন ৭৩ এর এক বৃদ্ধ । ঠিকানা ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল। মার্চ মাসের ২১ তারিখে অসুস্থ হয়ে পড়েন প্রবীণ এই মানুষটি ।


তখন থেকেই এই হসপিটালে নাম ঠিকানাহীন ভাবে ভর্তি সে। হাসপাতালের এম এস ভি পি র নির্দেশে অ্যাসিসট্যান্ট সুপার সুচিস্মিতা সরকার হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের কাছে খবর দেয়। আর তাঁর পরে হ্যাম রেডিও ঐ নাম পরিচয়হীন ব্যক্তির পরিচয়ের সন্ধানে নেমে পড়ে।তাঁরা বহু খোঁজাখুঁজি করে জানতে পারে  নেপাল নামে একজন ব্যক্তি  ইলেকট্রিক্যাল কাজ করে আর লাইট মাইক ভাড়া দেয়।


হারিয়ে যাওয়া ঐ ব্যক্তি যৌবনে ওই নেপালের সহযোগী ছিলেন ।হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস বলেন, আমরা এরপরে খোঁজ শুরু করি  নেপালের । অনেক মাইক ভাড়া দেয় এমন লোককে প্রশ্ন করি নেপাল বলে কাউকে চেনেন কিনা ।


অবশেষে পাওয়া যায় নেপালের খোঁজ। দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্র নগরের রামদাস হাটি কালী তলায় বাড়ি। নেপালের অন্য এক কর্মচারী চিনতে পারেন তাদের গুনো দাকে। গুণো দাই হলো এই অজিত নস্কর।যেকিনা হসপিটালে আর পুলিসকে নাম বলেছে গণেশ মণ্ডল।


ওই নাম হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানান । আমাদের কে গণেশ নামই বলেন।বিয়ে করেনি অজিত ভাই এর ছেলে মেয়েরাই সব ।  তবে সে নেপাল নামটা ঠিক না বলতো তবে পুজোতে আর তাঁর বাড়ী ফিরতে হতো না। সঙ্গে নেপালের লাগানো মাইকে গান শুনতে পেত না অজিত নষ্কর।


অজিতের ভাই রবিন নস্কর মঙ্গলবার ডায়মন্ড হারবার হসপিটালে গিয়ে দাদাকে জড়িয়ে ধরে আর তাঁরপরে বাড়িতে নিয়ে যায়।তাদের প্রিয় গুণো দা মহালয়ার ভোরে নেপালের মাইকে মহালয়া শোনাবে বলে। পুজো ভালো কাটুক ওদের । আর শরতের নীল আকাশের নীচে মাইকে গান বেজে উঠুক মিলনের সূর।

Leave a comment