Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

বন্যায় হাওড়া গ্রামীণে পুলিশের উদ্যোগেও বিলি করা হচ্ছে ত্রাণ

ইমামা খাতুন

Published: 22 September, 2024, 03:14 PM
বন্যায় হাওড়া গ্রামীণে পুলিশের উদ্যোগেও বিলি করা হচ্ছে ত্রাণ

আইভি আদক: সাম্প্রতিক বন্যায়  হাওড়ার উদয়নারায়ণপুরে ব্যাপক ক্ষতি হয়েছে। বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন। অসংখ্য মানুষ গৃহহীন । এই পরিস্থিতিতে ত্রাণকার্য চালাচ্ছে গ্রামীণ জেলার পুলিশ প্রশাসন। দুর্গত মানুষকে দেওয়া হচ্ছে শুকনো খাবার, রান্না করা খাবার এবং বিশুদ্ধ পানীয় জল। হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার, ওসি উদয়নারায়ণপুর, সিআই আমতা, এসডিপিও আমতা, ডিএসপি ডিএনটি স্পিডবোটে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন জলবন্দি এলাকায় ও উদ্ধারকেন্দ্রে। দুর্গত মানুষের হাতে পুলিশ প্রশাসনের উদ্যোগে তুলে দেওয়া হচ্ছে ত্রাণসামগ্রী ও রান্না করা খাবার।

Leave a comment