Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

বারুইপুর: বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের উদ্যোগে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের অতীত,বর্তমান ও ভবিষ্যত নিয়ে আলোচনা

Bipasha Chakraborty

Published: 16 September, 2024, 02:49 PM
বারুইপুর: বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের উদ্যোগে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের অতীত,বর্তমান ও ভবিষ্যত নিয়ে আলোচনা

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের উদ্যোগে বিশিষ্টজন সমাবেশ ও সেমিনার সভা হয়ে গেল রবিবার বিকালে বারুইপুর কমলা ক্লাবে।ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এর উপর বিষয়টিকে সামনে রেখে এদিন এই সভাটি অনুষ্ঠিত হয়।

এদিন সংগঠনের সভাপতি মাওলানা মোজাফফার হোসেনের সভাপতিত্বে ,সংগঠনের সহ সভাপতি আব্দুর রউফের তেলাওয়াতের কুরআন মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়।

এ দিন প্রারম্ভিক ভাষণে সংগঠনের সাধারণ সম্পাদক জাহান আলী পুরকাইত বর্তমান ক্ষয়ীষ্নুকালীন সমাজে নাগরিকদের অধিকার, সামাজিক ন্যায়, সাম্য, সম্প্রীতি ও নিরাপত্তার উপর বিস্তারিতভাবে আলোকপাত করেন।

এদিনের প্রধান অতিথি আলিয়া বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন রেজিস্টার সৈয়দ নুরুস সালাম প্রান্তিক ও সংখ্যালঘুরা কোন ঠাসা, বঞ্চিত-এ বিষয়ে আলোচনা করেন।এ দিনের বিশেষ অতিথি অধ্যাপক অমিত কুমার সিং সংখ্যা গরিষ্ঠের সন্ত্রাস, ইতিহাসের বিকৃতি ও সংবিধান পরিবর্তনের অপদেষ্টার বিরুদ্ধে বক্তব্য রাখেন। অধ্যাপক নাসির উদ্দিন সাহেব বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের করনীয় কি সে বিষয়ে পরামর্শ দেন।

এছাড়া এদিনের সভায় উপস্থিত ছিলেন সমাজ সেবী ইন্তিয়াজ আহমেদ মোল্লা, আইনজীবি হাফিজুর রহমান, মাওঃ আনোয়ার হোসেন কাসিমি, অধ্যাপিকা পিঙ্কি ইশা,ফাদার, শেমোল ঘড়ুই, ফাদার পৃথ্বিরাজ, ডঃ সামসুল আলম,অধ্যাপক মইনুল ইসলাম, অধ্যাপক সুরঞ্জন মিদ্দে,অধ্যাপক কুতুবউদ্দিন মোল্লা,গৌতম মন্ডল, সংগঠনের সহ সভাপতি মন্ডলীর সদস্যা অধ্যাপিকা সালেহা বেগম, সম্পাদক মন্ডলী সদস্য মাওলানা আব্দুল কাদের, মাওলানা আবুল কালাম, মাওলানা ইউসুফ আলী, আব্দুল কাহার,সাবির হোসেন, আকবার আলি, নজরুল ইসলাম ফিরোজ জুলফিকার সহ আরো অনেকে।

এদিনের সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন সংগঠনের সহ সভাপতি প্রাক্তন শিক্ষক এ, কে, এম, গোলাম মোর্তজা। এদিনের অনুষ্ঠানে বহু মানুষ উপস্থিত ছিলেন বৃষ্টিকে মাথায় করে।

Leave a comment