পুবের কলম, ওয়েব ডেস্কঃ শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল রাজ্য সরকার। পড়ুয়াদের
শিক্ষা সহায়তার লক্ষ্যে দ্বাদশ শ্রেনির পাশপাশি এই বছর থেকে ' তরুণের স্বপ্ন'
প্রকল্পে ১০ হাজার টাকা করে ট্যাব কেনার টাকা দেওয়ার কথা হয়েছিল। শিক্ষক দিবস
উপলক্ষ্যে আগামী বৃহস্পতিবার থেকে সেই টাকা পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর সিদ্ধান্তের কথাও
জনানো হয়েছিল। কিন্তু মঙ্গলবার শিক্ষা দফতরের পক্ষ থেকে সেই পরিকল্পনা স্থগিত করা হয়েছে বলে সংবাদ সূত্রে জানা গেছে।
জানা গেছে, ইতিমধ্যেই
সব ট্রেজারিকে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি
সরকারি বিজ্ঞপ্তিতে। শুধু জানানো হয়েছে, ‘প্রশাসনিক কারণে’ এই
সিদ্ধান্ত। তবে আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কি না বা দিলে তা কবে সে ব্যাপারে
এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
ব্রেকিং:জামিন পেলেন অনুব্রত মণ্ডল
স্কুলে গিয়ে আর বাড়ি ফিরল না, রহস্যস্কুলেজনকভাবে নিখোঁজ দশম শ্রেণীর ছাত্রী
ভয়াবহ বন্যার কবলে পাঁশকুড়া সহ আরও তিনজেলা, ত্রাণ থেকে ত্রিপল নিতে হুড়োহুড়ি
উল্লেখ্য, কোভিড সময়পর্বে ২০২১ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প শুরু
করে। সরকার পোষিত
স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের এককালীন ১০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। ফি
বছরই এই টাকা দেওয়া হয়েছে। গত বাজেটে রাজ্য ঘোষণা করেছিল, চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণির
পাশাপাশি একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদেরও ট্যাব বা স্মার্টফোন কিনতে টাকা দেওয়া
হবে। এ জন্য অতিরিক্ত ৯০০ কোটি টাকা বরাদ্দও করেছিল অর্থ দফতর।