প্রথা বহির্ভূত শিক্ষা দানের কর্মসূচি বীরভূমে
Bipasha Chakraborty
Published: 03 September, 2024, 08:40 PM
কৌশিক সালুই, বীরভূম :- স্কুলের চার দেওয়াল বা পাঠ্যবই আঁকড়ে পড়াশোনা নয়। প্রকৃতির কোলে খেলাধুলার মাধ্যমে গান বাজনার মাধ্যমে হাতে-কলমে অভিনব শিক্ষাদানের কর্মসূচি নিয়ে এলো বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।
রাজ্যের মধ্যে প্রথম এই পদ্ধতি প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের পাঠদান আমূল বদলে যাবে। জেলার ৩২ টি চক্র এবং শিক্ষক শিক্ষণ কলেজের পড়ুয়া শিক্ষক আধিকারিকদের নিয়ে তিন দিনের কর্মশালা শুরু হলো মঙ্গলবার সিউড়িতে। উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা ও প্রাথমিক শিক্ষা সংসদের রাজ্যের শীর্ষকর্তা সহ ভিন জেলা ও জেলার বিশিষ্ট শিক্ষাজীবী গণ।
" সক্রিয়তা মূলক শিক্ষণ শিখন কর্মসূচি" রাজ্যের মধ্যে বীরভূম জেলায় প্রথম শুরু হয়েছে পাইলট প্রজেক্ট হিসেবে। বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ডঃ প্রলয় নায়কের উদ্যোগে বিগত এক বছর ধরে চলছে পরীক্ষামূলক এই কর্মসূচি। সেই পদ্ধতি হাতে-কলমে শিক্ষার্থীরা স্কুলের চার দেওয়াল এবং পাঠ্য বইয়ের বাইরে শিক্ষকদের সহায়তায় উদ্ভাবন করেছে নিজেরায়। সেটা রাজ্যের উচ্চ ও প্রাথমিক শিক্ষার শীর্ষকর্তাদের সামনে তুলে ধরেছে বীরভূমের ৩২ টি চক্র এবং প্রাথমিক শিক্ষক শিক্ষণ কলেজের পড়ুয়ারা।
নানুর দক্ষিণ চক্রের তৃতীয় শ্রেণীর পড়ুয়ারা "ঋতু বদল হবে যত. পোশাক বদল হবে তত"। অর্থাৎ খুন মরশুমে কি পোশাক পরতে হয় তা নিয়ে গান ছড়া এবং লুপ্তপ্রায় সংস্কৃতির বহুরূপীর কথার সুরে বিষয়টি তুলে ধরা হয়েছে। রামপুরহাট পশ্চিম চক্রের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা সুষম আহার ও তার গুরুত্ব নিয়ে বিস্তারিত তুলে ধরেছে।
বোলপুর INTENSIVE সার্কেলের পক্ষ থেকে "আমার প্রাণের বোলপুর" বোলপুর নামকরণের ইতিকথা বোলপুরের ভৌগোলিক অবস্থান আবহাওয়া চাষ ভাষা শিক্ষা বোলপুর আশেপাশের উল্লেখযোগ্য গ্রাম ও তাদের বিশেষত্ব এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রম শান্তিনিকেতন সম্পর্কে তুলে ধরা হয়েছে।
নলহাটি পূর্ব চক্রের চতুর্থ শ্রেণীর আমার পরিবেশ বিষয়ে স্থাপত্য ভাস্কর্য তো সংগ্রহশালা পাঠ্যে ক্রিয়া-কলাপ ভিত্তিক শিক্ষার শিক্ষণ পদ্ধতিতে বিশ্বের ইতিহাসে ভারতবর্ষের স্থাপত্য ভাস্কর্য ও সৌধ যা অনেক বিভিন্ন কারণে ধ্বংস হয়েছে বা ধ্বংসপ্রাপ্ত হয়ে আংশিক দৃশ্যমান তা তুলে ধরা হয়েছে।
দুবরাজপুর চক্রের পড়ুয়ারা আঞ্চলিক খেলা যেমন কিৎকিৎ রুমাল চোর সাপলুডো লুডো লাট্টু প্রভৃতি খেলার মাধ্যমে পড়বাদের শারীরিক ও মানসিক এবং শিক্ষার বিকাশ কিভাবে সম্ভব তা তুলে ধরা হয়েছে। পাইকর সার্কেল এর পঞ্চম শ্রেণীর পুরোটা তিনটি কাঠি নিয়ে সরলরেখা বা ত্রিভুজ কোন এসব গুলো তৈরি করে ত্রিভুজ নিয়ে আলোকপাত করেছে।
এভাবে জেলার ৩২ টি সার্কেলের পূর্বরাগ বিভিন্নভাবে নিজেরাই নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে পাঠদানের বিষয়টি তুলে ধরেছে। যা পরবর্তী সময়ে সারা রাজ্যে যাতে ওইভাবে প্রাথমিক স্তরে পড়ুয়াদের নিজেদের হাতে কলমে পাঠ দান করানো যায়, তার জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে বলে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে।
বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ডঃ প্রলয় নায়েক বলেন," বাধা ধরা এবং প্রথমাফিক শিক্ষা পদ্ধতির বাইরে গিয়ে নতুন পদ্ধতি নিজেরাই তৈরি করে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা হাতে-কলমে বিভিন্ন বিষয় নিয়ে কিভাবে শিক্ষা লাভ করা যায় তা উদ্ভাবন করেছে। এ নিয়ে জেলা স্তরে তিন দিনের কর্মশালা এবং প্রতিযোগিতা শুরু হয়েছে। সারা রাজ্যে যাতে এই পদ্ধতিতে শিক্ষাদান করানো যায় তার জন্য প্রস্তাবও পাঠানো হবে শিক্ষা দপ্তরের কাছে"।