Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

হারিয়ে যাওয়ার ১৪ বছর পর নিজের দাদাকে কাছে পেয়ে হাসপাতালেই রাখি পরিয়ে বাড়ির উদ্দেশে রওনা তরুণীর

Bipasha Chakraborty

Published: 20 August, 2024, 06:59 PM
হারিয়ে যাওয়ার ১৪ বছর পর নিজের দাদাকে কাছে পেয়ে হাসপাতালেই রাখি পরিয়ে বাড়ির উদ্দেশে রওনা  তরুণীর

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বহু বছর পর হারিয়ে যাওয়া বোন ঋতুপর্ণা সর্দার দাদা শশধর সর্দারকে রাখি পড়ালো হাসপাতালে।আর এই বিরল ঘটনার সাক্ষী থাকলো হাসপাতালের  ডাক্তার নার্স আর হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব।আর জি কর কান্ডের পরে ডাক্তাররা প্রতিবাদে সামিল তবু তারা মানবিক।শুধু মানবিক বললে কম বলা হবে । হাসপাতাল তো  অসুস্থ মানুষকে চিকিৎসা করে সুস্থ করার জায়গা । আর ডাক্তার ও নার্সের সেবায় অসুস্থ রোগী সুস্থ হওয়ার পরে বাড়ি ফেরানোর ক্ষেত্রে হয় বিপত্তি। কারণ রোগীর কাছে তার বাড়ির ঠিকানা না থাকলে কি হবে। আর  জি করের প্রতিভাবান চিকিৎসকের পৈচাশিক মৃত্যুর কারণে উত্তাল দেশ , বিদেশ ।

এদিকে গত ৩০  জুন ডায়মন্ড হারবারের রেল ষ্টেশনে রেল পুলিশ জখম ও  অচৈতণ্য অবস্থায় এক বছর ২৫ এর তরুণীকে পড়ে থাকতে দেখে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে রেল পুলিশ । দীর্ঘ  দেড় মাস ডাক্তার এবং নার্সদের সেবায় সুস্থ হয়ে ওঠে ওই তরুণী । কিন্তু পুলিশ এসে বারবার বাড়ী কোথায় জানতে চাইলে চুপ করে থাকে ঐ তরুণী ।শুধু বলে বাড়ির পাশে পুকুর আছে।আর এমনাবস্থায় ঐ হাসপাতালের  অ্যাসিস্ট্যান্ট সুপার মহাশ্বেতা বেরা যোগাযোগ করেন হ্যাম রেডিওর সাথে । আর তাদের নিজস্ব সোর্স মারফত হ্যাম রেডিওওই তরুণীর বাড়ী খুঁজে বার করে।

জানা যায় ওই তরুণীর বাড়ি উত্তর ২৪ পরগনার নোয়াজসপুর, স্বেতপুর দেগঙ্গা এলাকায়।হ্যাম রেডিওর তরফে ওই তরুণীর বাড়ী গিয়ে জানা যায়  ওই তরুণী গত ১৪ বছরের বেশী মানসিক ভারসাম্যহীন অবস্থায় হারিয়ে যায়।ওই তরুণীর বাড়িতে মা বাবা ও এক দাদা আছে।তাঁরা এক সাথেই থাকে।মানসিক ভারসাম্য হীন হাওয়ার কারনে প্রথমে তাঁরা তাদের পরিবারের সদস্যকে বাড়ী ফেরাতে অস্বীকার করে।তারপর স্থানীয় পঞ্চায়েতের সদস্যরা দেগঙ্গার বি ডি ও র নির্দেশে ওই পরিবারের সাথে আলোচনার মাধ্যমে তাদের রাজি করান।

এ দিকে হাসপাতালেও ওই তরুণী  হ্যাম রেডিওর  মাধ্যমে তাঁর মায়ের ছবি দেখে চিনতে পারে।মঙ্গলবার ওই তরুণীর দাদা ডায়মন্ড হারবার হাসপাতালে বোনকে নিতে এলে সে এত বছর পর দাদাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন এবং দাদার হাতে রাখী পড়িয়ে দেয় ও দাদার সাথে নিজের বাড়ির দিকে রওনা দেন।এ ব্যাপারে মঙ্গলবার হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গলের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস,এত কিছু প্রতিবাদের মাঝে ও রোগীকে সেবা যত্ন করে সুস্থ করার কাজটা কিন্তু ভোলেন নি ডাক্তার ও নার্সরা।তাইতো ১৪ বছর পর নিজের বাড়িতে সুস্থ হয়ে ফিরতে পারলো ওই তরুণী।

Leave a comment