Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

৭৮ তম স্বাধীনতা দিবসে সম্প্রীতির চিত্র জীবন্তি হল্টে, পতাকা উত্তোলন করলেন পুরোহিত এবং মাওলানারা

Bipasha Chakraborty

Published: 15 August, 2024, 07:25 PM
৭৮ তম স্বাধীনতা দিবসে সম্প্রীতির চিত্র জীবন্তি হল্টে, পতাকা উত্তোলন করলেন পুরোহিত এবং মাওলানারা

জৈদুল সেখ, কান্দি: ৭৮ তম স্বাধীনতা দিবসে সম্প্রীতির চিত্র উঠে এলো জীবন্তি হল্টে। হিন্দু পুরোহিত এবং মুসলিম মাওলানার যৌথ হাতে উত্তোলন করা হলো দেশের জাতীয় পতাকা। যা ভারতবর্ষের সম্প্রীতির অন্যন্য নজীর। এই মহতী দিনে মোহতী উদ্যোগ গ্রহন করতে কলকাতা বহরমপুরসহ বিভিন্ন প্রান্ত থেকে অসহায় মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে গ্রামে ছুটে এলেন বিশিষ্ট্য চিকিৎসকেরা ।  
     

কান্দি এবং বহরমপুর থানার অন্তর্গত ২৫ টির বেশি গ্রামের কেন্দ্রস্থল জীবন্তি হল্ট। সেখানকার জীবন্তি হল্ট স্পোটিং ক্লাবের উদ্যোগে এবং শান্তি কমিটির পরিচালনায় বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি  বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সব চেয়ে উল্লেখ্য যোগ্য বিষয় হল সারা ভারতবর্ষে যখন সাম্প্রদায়িক বিষ ছড়ানোর অপচেষ্টা চলছে ঠিক সেই সময়ে সম্প্রীতির মেলবন্ধন গড়ে তুলতে পুরোহিত লোটন ঠাকুর এবং মাওলানা আতাউল্লা রহমানের যৌথ হাতে উত্তোলন করা ৭৮ তম স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা। 
   

এ বিষয়ে পুরোহিত লোটন ঠাকুর বলেন " এই সম্প্রীতির হচ্ছে আসল ভারতবর্ষ, যার জন্য লাখো লাখো হিন্দু মুসলিম ভাই প্রাণ দিয়ে দেশ কে স্বধীন করেছিল। তাই দেশের ঐতিহ্য সম্প্রীতি বজায় রাখতে আমাদের এক সঙ্গে চলতে হবে। " 
   

এদিন সকাল থেকেই কবিতা আবৃত্তি, নৃত্য, মিউজিক্যাল চেয়ার, বিষ্কুট দৌড় সহ একাধিক প্রতিযোগীতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল  ।
   

বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেতে কান্দি কর্ণসুবর্ণ, সাহাজাদপুর, তিয়ার পুকুর,  উদয়চাঁদপুর, দুর্গাপুর , নিশ্চিন্তপুরসহ একাধিক গ্রামের ছোটো থেকে বড়ো মানুষের ভিড় জমতে থাকে বিশেষ করে মহিলার ভিড় ছিল চোখে পড়ার মতো।
         

বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট্য চিকিৎসক মোহতাসিম হোসেন ওরফে পিয়ার ডাক্তার যিনি গাউনো ( প্রসূতি)  এবং ক্যানসার বিশেষজ্ঞ ।এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার তুহিন চক্রবর্তী ও বহরমপুর মেডিক্যাল হাসপাতের চিকিৎসক মোহম্মদ আমানুল্লা, বহরমপুর থানার আই সি, জেলা পরিষদের সদস্য রাজীব হোসেন সহ একাধিক চিকিৎসক ও বিশিষ্ট্য ব্যক্তিবর্গ।
     

তিনি বলেন " স্বাধীনতা দিবসে অসহায় মানুষকে পরিষেবা দিতে পেরে খুব ভালো লাগছে। আমি আপদেরই একজন এই গ্রামের উদয়চাঁদপুর হাইস্কের ছাত্র। এখানেই বড়ো হয়েছি। আজকের দিনে দাড়িয়ে চিকিৎসকের উপর হামলা, নির্যাতন বন্ধ হোক, প্রকৃত দোষীদের শাস্তি হোক " এই দাবি রাখেন। "

Leave a comment