Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজের বিশেষ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

Kibria Ansary

Published: 10 August, 2024, 08:05 PM
জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজের বিশেষ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

রহমতুল্লাহ, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গুলির মধ্যে অন্যতম জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজ। ১৯৪৯ সালের ১লা আগস্ট শুরু হয়েছিল কলেজের পঠনপাঠন। ২০২৩ সালের ১লা আগস্ট থেকে ২০২৪ সালের ১লা আগস্ট পর্যন্ত এক বছর ধরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৭৫ বছরের বর্ষপূর্তি প্লাটিনাম জুবলি অনুষ্ঠান পালন করে কলেজ কর্তৃপক্ষ। শনিবার ৭৫ বছর বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় জিয়াগঞ্জ লক্ষী টকিজে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, কলেজ অধ্যক্ষ ড. কমল কৃষ্ণ সরকার, কলেজ গভর্নিং বডির সভাপতি শাওনী সিংহ রায়, বিধায়ক আশীষ মার্জিত, কানাই চন্দ্র মন্ডল, মহম্মদ আলী, রেয়াত হোসেন সরকার সহ অন্যান্যরা। শিক্ষামন্ত্রী কলেজ সম্পর্কে বিভিন্ন বক্তব্য পেশ করেন এদিনের অনুষ্ঠানে।

রাজ্য - এর থেকে আরোও খবর

Education Minister Bratya Basu special occasions of Jianganj SriPat Singh College

Leave a comment