Tue, October 1, 2024

ই-পেপার দেখুন

২০২৫-বিয়ে করার কথা ছিল মেয়ের, চলছিল প্রস্তুতি, এক নিমেষে সব শেষ: আর জি কর কাণ্ডে মন্তব্য মৃতার বাবা

ইমামা খাতুন

Published: 10 August, 2024, 07:36 PM
২০২৫-বিয়ে করার কথা ছিল মেয়ের, চলছিল প্রস্তুতি, এক নিমেষে সব শেষ: আর জি কর কাণ্ডে মন্তব্য মৃতার বাবা

পুবের কলম, ওয়েবডেস্ক:  পড়াশোনা'তে বরাবরই মেধাবী। ছোট থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত। চান্স'ও পেয়েগেল। সবাই বেশ খুশিই ছিল। এমবিবিএস পড়া শেষ করার পর স্নাতকোত্তরের পাঠ নিচ্ছিলেন ওই ছাত্রী। খুব বড় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত।  তার আগেই সব শেষ।  আরজি কর মেডিক্যাল কলেজের জুুনিয়র ডাক্তারের মৃত্যু'তে শোকের ছায়া দেবনাথ পরিবারে। এখনও যেন মেনেই নিতে পারছে না, তাদের ফুটফুটে, হাস্যোজ্জ্বল মেয়েটা আর এই পৃথিবীতে নেই। যে মেয়ের ভবিষ্যতের জন্য এতগুলো বছর ধরে লড়াই, শুক্রবার রাতে তাঁকে দাহ করে অস্থি হাতে বেরতে হল বাবা-মাকে। কিন্ত সেই দিন আর দেখতে হল না। এক নরপিশাচের হাতে খুন হতে হল আমার মেয়েকে। বুক ভরা স্বপ্ন নিয়ে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলাম, জানতাম না লাশ হয়ে ফিরবে। তাহলে একবার হলেও ভাবতাম।  বলা বাহুল্য, প্রথম থেকেই ধর্ষণ করে খুনের  অভিযোগ তোলে মৃতার বাবা-মা। ফরেন্সিক রিপোর্ট'এও উঠে এসেছে সেই তথ্য। নানান সূত্র ধরে, শুক্রবার রাতে সঞ্জয় রায় নামে এক হোমগার্ড'কে আটক করে পুলিশ। পরে শনিবার তাকে গ্রেফতার করা হয়। 

 

 

প্রসঙ্গত,  আর জি কর কাণ্ডে তীব্র নিন্দা করে অবিলম্বে সারা দেশের প্রতিটি মেডিক্যাল কলেজে কেন্দ্রীয় নিরাপত্তা আইন লাগু করার দাবি তুলেছে ন্যাশনাল মেডিক্যাল অর্গানাইজেশন। শনিবার এব্যাপারে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে তারা ।

চিকিৎসকদের অপর আরেকটি সংগঠন রেসিডেন্ট ডক্টর্স  অ্যাসোসিয়েশনের তরফে মহিলা চিকিৎসকদের শুধু দিনে ডিউটি দেওয়ার দাবি জানানো হয়েছে। ঘটনায় সিবিআই তদন্তের দাবিও তোলা হয়েছে। 

সংশ্লিষ্ট ঘটনায় শনিবার আর জি কর চত্বরে ধন্ধুমার লেগে যায়। এই সঙ্গে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে আর জি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগের দাবি জানাচ্ছেন  তাঁরা। এ দিকে, রোমহর্ষক এই ঘটনার পর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্তের শাস্তির দাবি তোলেন। তারপর নবান্নে বসে উচ্চ-পর্যায়ের বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম,চন্দ্রিমা ভট্টাচার্য , মুখ্যসচিব,রাজ্য পুলিশের ডিজি সহ শীর্ষ কর্তারা।

জানা যাচ্ছে, এবার থেকে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ও নার্সদের থাকার জন্য অ্যানেক্স বিল্ডিং তৈরি করবে রাজ্য সরকার। নির্মাণ কাজ শুরু করতে দ্রুত আরজি কর যাচ্ছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । 

 

 

 

Leave a comment