Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

আবুল খায়ের

Published: 09 August, 2024, 01:13 PM
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ প্রতিবেশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকাল ১১ টা ২৪ নাগাদ মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, 'অধ্যাপক মুহাম্মদ ইউনূস সহ বাংলাদেশে যাঁরা কার্যভার গ্রহণ করেছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইলো। আশা করি, তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নত হবে।'

পাশাপাশি তিনি লেখেন, 'বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরো ভালো হোক - এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো।' একইসঙ্গে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে লেখেন, 'আশা করি, খুব শীঘ্রই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে, আমরাও ভালো থাকবো।'

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ের মাঝামাঝি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন থেকে ক্রমশ অগ্নিগর্ভ হয়ে ওঠে পড়শি দেশের পরিস্থিতি প্রাণ যায় ৪০০ জনের বেশি মানুষের নজিরবিহীন সরকার বিরোধী আন্দোলনের তীব্রতায় গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা বাংলাদেশের সেনাবাহিনীর বিশেষ বিমান তাঁকে নিয়ে দিল্লির কাছে হিন্ডন বিমানঘাঁটিতে অবতরণ করে পরে সেই বিমান ফিরে গেলেও, যাননি হাসিনা বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন মঙ্গলবার সংসদ ভেঙে দিয়ে নোবেল বিজয়ী মহম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ করেছেন বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ-সহ ১৩জন উপদেষ্টা।

Leave a comment