Tue, October 1, 2024

ই-পেপার দেখুন

বিশ্বভারতী ও শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের বৈঠক

Bipasha Chakraborty

Published: 07 August, 2024, 07:27 PM
বিশ্বভারতী ও শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের বৈঠক


দেবশ্রী মজুমদার,  শান্তিনিকেতন : বুধবার  বিশ্বভারতীর আমন্ত্রণে বিশ্বভারতীর রথীন্দ্র অতিথি গৃহে বিশ্বভারতীর সাথে শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের বৈঠক ফলপ্রসূ হলো। প্রাক্তন উপাচার্য বিদ‍্যুৎ চক্রবর্তীর  আমলে রাজ‍্যের সাথে বিশ্বভারতীর যে তিক্ততার সম্পর্ক হয়েছিল, এখন তা আর নেই। বিশ্বভারতীর আমন্ত্রণে হাজির হন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।  বৈঠক শেষে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অরিন্দম মণ্ডল সংবাদ মাধ্যমে জানান, বিশ্বভারতী ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। তার ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব সকলের। এর জন‍্য কিছু নিয়মকানুন বা শর্ত আমাদের সকলকে পালন করতে হবে।

এব‍্যাপারে রাজ‍্য ও বিশ্বভারতী উভয়ের দায়িত্বের মধ‍্যে পড়ে সেটা দেখার। বিশ্বভারতী প্রতিষ্ঠান যখন গড়ে তোলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তখন তিনি  ভাবেন নি যে এটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হবে। সেটা পরে হয়েছে। প্রথমে এই বোলপুরে সামগ্রিক উন্নয়নের কথা তাঁর মাথায় ছিল। তিনি তার অনেকটাই করতে পেরেছেন। সেই রকম ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠানের সম্মান অটুট রাখতে বা তা ধরে রাখতে হবে আমাদের। বিশ্বভারতীর কোর জোন আগে থেকেই ঘোষিত। ঘোষণা হয়নি বাফার জোনের।

রাজ‍্যসরকারের মন্ত্রী চন্দ্র নাথ সিনহার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে। রাজ‍্যের উদ্যোগে একটি হস্ত শিল্প মার্কেটের বিষয়ে আলোচনা হয়েছে।  ভারপ্রাপ্ত উপাচার্য বলেন,  বোলপুরকে বাদ দিয়ে বিশ্বভারতী নয়। ঠিক তেমনি বিশ্বভারতীকে বাদ দিয়ে বোলপুর নয়। তাই আমরা সকলেই চাইবো ওয়ার্ল্ড হেরিটেজের তকমাকে রক্ষা করতে।

যা প্রয়োজন সব সাহায্যই করব আমরা সকলে। নানান উন্নয়নমূলক আলোচনা হল এই দিন। যার ফল আগামী দিনে ফল পাবেন সকলে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, আমাদের মুখ‍্যমন্ত্রী বরাবর বিশ্বভারতীর পাশে আছেন। তিনি চান বিশ্বভারতীর এই অনন্য সম্মান ওয়ার্ল্ড হেরিটেজ তকমা অক্ষুন্ন থাকুক। তারজন‍্য তিনি সাহায্যের হাত সবসময় বাড়িয়েছেন। এবারও তার ব‍্যতিক্রম হবে না। বাফার জোন নির্ণয়, হস্তশিল্প মার্কেট সব নিয়েই কথা হয়েছে। গোটা বিষয়টি আমি মুখ‍্যমন্ত্রীকে জানাব।

Leave a comment