Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

কুলপিতে অজানা রোগে মৃত্যু দুই শিশুর, একজনের অবস্থা সংকটজনক

Bipasha Chakraborty

Published: 05 August, 2024, 02:19 PM
কুলপিতে অজানা রোগে মৃত্যু দুই শিশুর, একজনের অবস্থা সংকটজনক

 

 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর: পর পর দুই বোনের অস্বাভাবিক মৃত্যু আরেকটি বোন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালে। কারণ অজানা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার হরিণ খোলা গ্রামে।

মৃত দুই বোনের নাম পাপিয়া পাল, বয়স ১১ বছর,শ্রাবণী পাল,বয়েস ৪ বছর। ৫ বছরের মিষ্টি পাল ডায়মন্ডহারবার জেলা  হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার সূত্রে জানা গেছে শনিবার রাতে তালের রুটি ও সঙ্গে দুধ খেয়ে ছিল পরিবার। রবিবার সকালে অসুস্থ হয়ে পড়ে তিন বোন সঙ্গে সঙ্গে কুলপি হাসপাতালে  নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু ঘটে শ্রাবণী পালের।

পাপিয়া পাল ও মিষ্টি পালকে ডায়মন্ড হারবারে নিয়ে গেলে সেখানে পাপিয়া পালের মৃত্যু হয়।এই পাল দম্পতির ৪ টি মেয়ে। বড় মেয়েটি বিবাহিত, বাড়িতে তিনটি মেয়ে বয়স অনুযায়ী স্কুলে যাচ্ছিল কি কারণে এই মৃত্যু তাঁর তদন্ত শুরু করেছে  কুলপি থানার পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a comment