Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

২৬ হাজার চাকরি বাতিল মামলায় ‘অযোগ্য’দের সংখ্যা জানাল এসএসসি!

ইমামা খাতুন

Published: 04 August, 2024, 07:44 PM
২৬ হাজার চাকরি বাতিল মামলায় ‘অযোগ্য’দের সংখ্যা জানাল এসএসসি!


 পুবের কলম প্রতিবেদক: স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা দিল এসএসসি। আর সেই তালিকা অনুযায়ী, চারটি ক্যাটাগরির মোট অযোগ্য চাকরি ১৪৬১। এই ১৪৬১ চাকরির কোনওটাই সুপারিশ করেনি এসএসসি।   
এদিকে, এসএসসি-র পাশাপাশি সুপ্রিম কোর্টে রিপোর্ট দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদও। প্রসঙ্গত, ওই ২৬ হাজার চাকরির মধ্যে সহকারী শিক্ষক পদে যোগ্য চাকরি ১৩০৫৬। সহকারী শিক্ষক পদে যোগ্য চাকরি ৫৭৫৭। ক্লার্ক পদে যোগ্য চাকরি ২৪৮৪। গ্রুপ ডি পদে যোগ্য চাকরি ৪৫৪৭। 
 তালিকা সহ ১৪৬১ জনের নাম, রোল নম্বর সুপ্রিম কোর্টে জমা করেছে এসএসসি।  তালিকা অনুসারে গ্রুপ সি অযোগ্য ৩৮১, গ্রুপ সি ১৩২ র‌্যাঙ্ক জাম্প, প্যানেলের বাইরে ২৪৯, গ্রুপ ডি অযোগ্য ৬০৮, গ্রুপ ডি র‌্যাঙ্ক জাম্প ২৩৭, গ্রুপ ডি প্যানেলের বাইরে ৩৭১, নবম-দশম অযোগ্য ১৮৫, নবম-দশম  র‌্যাঙ্ক জাম্প ৭৪, প্যানেলের বাইরে ১১১, একাদশ দ্বাদশ অযোগ্য ৩৮, একাদশ-দ্বাদশ শিক্ষক র‌্যাঙ্ক জাম্প ২০, একাদশ-দ্বাদশে প্যানেলের বাইরে ১৮। 
 

Leave a comment