Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, তাই বাংলা ভাগের ষড়যন্ত্র: গেরুয়া শিবিরকে তোপ কুণালের

Kibria Ansary

Published: 03 August, 2024, 08:12 PM
বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, তাই বাংলা ভাগের ষড়যন্ত্র: গেরুয়া শিবিরকে তোপ কুণালের

কলকাতা, ৩ অগাস্ট: বিজেপির বাংলা ভাগের মন্তব্য নিয়ে এবার গেরুয়া শিবিরকে তোপ দাগলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। যে কারণেই বাংলা ভাগের ষড়যন্ত্র করছে বিজেপি। শনিবার এমনই মন্তব্য করেছেন কুণাল। তিনি বলেন, "পশ্চিমবঙ্গে বিজেপি পরাজিত হয়েছে, তাই তারা ষড়যন্ত্র করছে। ওরা বাংলা ভাগ করতে চাই, বাংলাকে অশান্ত করতে চাই। এটাই তাদের নীতি।"

বিজেপির কিছু নেতা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তৃণমূল নেতা। তৃণমূল সরকার বাংলা ভাগের বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব পেশ করবে বলেও জানিয়েছেন তিনি। কুণালের কথায়, "বিজেপি যদি স্পষ্ট করে, যে তারা বঙ্গভঙ্গের পক্ষে নয়। তাহলে তাদের এই প্রস্তাবকে সমর্থন করা উচিত। তা না হলে স্পষ্ট হয়ে যাবে ওরা বাংলা ভাগ করতে চাই।"

রাজ্য - এর থেকে আরোও খবর

TMC leader Kunal Ghosh opposing division of Bengal divide Bengal

Leave a comment