Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের প্যাড, সই 'জাল' করে রেলের রিজার্ভেশনের অভিযোগ

Bipasha Chakraborty

Published: 01 August, 2024, 02:04 PM
রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের প্যাড, সই 'জাল' করে রেলের রিজার্ভেশনের অভিযোগ

আইভি আদক, হাওড়া: রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের প্যাড, সই 'জাল' করে রেলের রিজার্ভেশনের অভিযোগ উঠল। এবার মধ্য হাওড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়ের প্যাড, সই এবং স্ট্যাম্প জাল করার অভিযোগ উঠলো।

জানা গেছে, 'জাল' প্যাডে সই এবং স্ট্যাম্প 'জাল' করে কোনও ব্যক্তি রেলের রিজার্ভেশনের জন্য আবেদন জানিয়েছেন। এই অভিযোগে বুধবার রাতে হাওড়ার শিবপুর থানায় তৃণমূল কংগ্রেসের মধ্য হাওড়ার যুব সভাপতি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, কোনও অসাধু চক্র এই কাজের সঙ্গে যুক্ত। পুলিশ এদের তদন্ত করে খুঁজে বের করুক। তাঁর অভিযোগ, খোদ রাজ্যের মন্ত্রীর প্যাড, সই এবং স্ট্যাম্প জাল করে যদি রেলের রিজার্ভেশনের জন্য আবেদন জানানো হতে পারে এর পিছনে অবশ্যই কোনও অসৎ উদ্দেশ্য বা অসাধু চক্র রয়েছে।

এই কারণেই বুধবার রাতে শিবপুর থানায় একটি এফআইআর করা হয়েছে। অভিযোগ, এই প্যাডে কোনও রেফারেন্স নম্বর পর্যন্ত উল্লেখ নেই। এমনকি মন্ত্রীর বাড়ির ঠিকানায় 'স্পেলিং মিসটেক' রয়েছে।

বৃহস্পতিবার সকালে এক সাংবাদিক বৈঠকে দলের মধ্য হাওড়ার সহ সভাপতি জানান, রেলওয়ে সূত্র মারফত জানা যায় এরকম 'জাল' প্যাড ব্যবহার করে একাধিক আবেদন আসছিল। এরপরই গতকাল খোঁজ নিয়ে থানায় এফআইআর করা হয়। অবিলম্বে দোষীদের খুঁজে বের করে অপরাধীদের শাস্তি দাবি করছি আমরা। দল এবং রাজ্যের মন্ত্রীকে কালিমালিপ্ত করতে এটা চক্রান্ত করা হয়েছে বলেও আমরা মনে করছি।

Leave a comment