Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

বসিরহাটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী বারিক বিশ্বাসের বাড়ি ও রাইস মিলে ভোর থেকে  রাত পর্যন্ত  ইডি তল্লাশি

Bipasha Chakraborty

Published: 31 July, 2024, 11:54 AM
বসিরহাটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী বারিক বিশ্বাসের বাড়ি ও রাইস মিলে ভোর থেকে  রাত পর্যন্ত  ইডি তল্লাশি

 

ইনামুল হক, বসিরহাট: 
রেশন দুর্নীতি মামলায় ফের ময়দানে  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। মঙ্গলবার ভোররাত থেকেই উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় একযোগে তল্লাশি শুরু করে ইডি। জেলা জুড়ে প্রায় ৪০ জন অফিসারের একটি টিম নিয়ে তল্লাশি চলে। টিমে ছিলেন মহিলা অফিসারও। বসিরহাটের সংগ্রামপুরে জাতীয় সড়ক ৩১২ এর ঠিক পাশে আব্দুল বারিক বিশ্বাসের বাড়ি। মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই সেখানে পৌঁছে যান ইডি, আয়কর দপ্তর ও এক রাষ্ট্রায়ত্ত্ব ব‍্যাঙ্কের  মোট ৯ জন আধিকারিক। সূত্রের খবর, বাড়িতে ঢুকে জোর কদমে তল্লাশি চালান তারা। আব্দুল বারিকের প্রাসাদোপম বাড়ি। সেই বাড়ি ঘিরে ফেলেন বিএসএফ জওয়ানরা। গরু ও কয়লা পাচার মামলায় একাধিক বার নাম জড়ায় এই আব্দুল বারিক বিশ্বাসের।

২০২৩ এর শুরুতেই সিআইডির হাতে গ্রেপ্তার হন তিনি। অন্যদিকে দশ বছর আগে সোনা পাচার মামলাতেও গ্রেফতার হয়েছিলেন বারিক। সূত্রের খবর, সেই আব্দুল বারিক এবার রেশন দুর্নীতি মামলায় তদন্তকারীদের স্ক্যানারে। তার বাড়ির পাশেই একটি রাইস মিল রয়েছে। সেখানেও পৌঁছে যান ইডির আধিকারিকরা।
প্রাসাদোপম এই বাড়িতে একাধিক সিসি ক্যামেরা রয়েছে। পুরো বাড়ি চতুর্দিক ঘিরে রাখে বিএসএফ। ভোর রাত ৩.৪৫ নাগাদ তার বাড়ির সামনে এসে পৌঁছায় ইডি গোয়েন্দারা। ঠিক ভোর ৫টায় আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে ঢোকে ইডি। সংগ্রামপুর অ্যাগ্রো ফুড প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড নামে একটি রাইস মিলেও শুরু করেন ইডি আধিকারিকরা। রাইস মিলের কর্মীদের সঙ্গে কথাও বলেন ইডি গোয়েন্দারা।
প্রায় ১৪ ঘণ্টা অতিক্রান্ত হয়ে  গেলেও রাত পর্যন্ত বারিক বিশ্বাসের রাইস মিলে তল্লাশি অভিযান জারি থাকে ইডি আধিকারিকদের। সন্ধ্যে পর্যন্ত বারিক বিশ্বাসের বড় ভাই গোলাম বিশ্বাস কে জেরা চলে। বারিক বিশ্বাসের রাইস মিল থেকে প্রায় ১৪ ঘণ্টা পরে রাত ৮ নাগাদ ইডির আধিকারিকরা বেরিয়ে যান।

Leave a comment