Sat, September 28, 2024

ই-পেপার দেখুন

ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত মালদহের জামসেদ আলি,  সোহরাব আলি, কাদির শেখ

Bipasha Chakraborty

Published: 30 July, 2024, 02:57 PM
ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত মালদহের জামসেদ আলি,  সোহরাব আলি, কাদির শেখ

 

পুবের কলম, ওয়েবডেস্কঃ ভারতের ইতিহাসে কালো অধ্যায়। পর পর দুর্ঘটনার কবলে ট্রেন। ১৭ জুন রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ছাতারহাট-রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে। গত ১৮ জুলাই উত্তর গোন্ডায় লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস। ২৯ জুলাই অল্পের জন্য রক্ষা পায় সম্পর্কক্রান্তি এক্সপ্রেস।
এর আজ ভোরের দিকে ফের ট্রেন দুর্ঘটনা। ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনা। ২ মাসে পরপর ৩টি ট্রেন দুর্ঘটনা। মৃত ২ আহত কমপক্ষে ২০ জন। দুর্ঘটনায় গুরুতর আহত মালদহের জামসেদ আলি, সোহরাব আলি এবং কাদির শেখ। তিনজনেরই বাড়ি ইংরেজবাজার থানা এলাকার লক্ষ্মীঘাট গ্রামে। হাওড়া-সিএসএমটি মেল মুম্বইয়ের দিকে যাওয়ার আগে পাশের লাইন দিয়ে যাওয়া একটি মালগাড়ি লাইনচ্যুত হয়।
তার চারটি বগি লাইন থেকে ছিটকে যায়। দু’টি লাইনের মাঝের যে নিরাপদ অংশ থাকে, সেখানে ছিটকে পড়ে। চারটি বগির মধ্যে একটি আবার হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনের লাইনের উপর গিয়ে পড়ে। তাতেই এই দুর্ঘটনা বলে খবর। লাইনচ্যুত ১৮টি বগি।

মঙ্গলবার ভোরে হাওড়া-সিএসএমটি মেল চক্রধরপুর ডিভিশনে বেলাইন হয়ে যায়। চক্রধরপুর ডিভিশনে বরাবাম্বু ও রাজখারসাওয়ানের মাঝে এই দুর্ঘটনা ঘটে। 

Leave a comment