Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

মেধাবী ছাত্র ছাত্রীদের জন‍্য ফ্রী কোচিং সেন্টার ইলামবাজারে

Kibria Ansary

Published: 28 July, 2024, 05:50 PM
মেধাবী ছাত্র ছাত্রীদের জন‍্য ফ্রী কোচিং সেন্টার ইলামবাজারে

ইলামবাজার: ইলামবাজার পঞ্চায়েত সমিতিকে ইলামবাজার অঞ্চলের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য কোচিং সেন্টার করার পরামর্শ দিলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দপ্তরের  মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। সেই প্রচাষ্টাকে স্বাগত জানিয়ে এগিয়ে এলেন সরকারি আধিকারিকরা। বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ বলেন, ইলামবাজার ব্লকে মাধ‍্যমিক ও উচ্চ মাধ‍্যমিক স্তরের ছেলে মেয়েদের রেজাল্ট যথেষ্ট ভালো। আগামী বছরের অনেক সম্ভাবনাময় ছেলে মেয়ে আছে যাদের কেউ কেউ হয়তো অনেক বিষয়ে এগিয়ে আবার কেউ কেউ কিছু বিষয়ে পিছিয়ে। সেই ব‍্যাকলগ ঠিক করতে ছুটির দিনে যদি মাস্টার মশাই সহ আমরা সবাই এগিয়ে আসি তাহলে আরও ভালো ফল হবে।

এদিন মহকুমা শাসক অয়ন নাথ বলেন, ছাত্র ছাত্রীরা স্নাতক হয়ে সিভিল সার্ভিস জয়েন করতে পারে। এব‍্যাপারে বোলপুর হাইস্কুলে আমাদের "প্রচেষ্টা" নামে একটি উদ‍্যোগ চলছে। সেখানে আমি এবং ডেপুটি ম‍্যাজিস্ট্রেটরা যান। এবছর সেখান থেকে সাতজন প্রেলিমসে উত্তীর্ণ হন। বাইশে আগস্ট তারা মেনস পরীক্ষায় বসবেন।

উল্লেখ্য, ইলামবাজার ব্লকের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সন্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ইলামবাজার বলাকা হলে। লোকসভা ভোটের কারণে এই অনুষ্ঠান এত পরে অনুষ্ঠিত হলো। বেশ কিছুদিন আগে ফল বেরিয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের। ২০২৪ সালে ইলামবাজার ব্লকে ২০০৮ জন মাধ্যমিক পরীক্ষাথী ছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ১৫৩৭ জন। সে সকল কৃতী ছাত্রছাত্রীদের সন্মাননা প্রদান করা হয় তাদের। তাদের হাতে সন্মাননা প্রদান করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বোলপুরের মহকুমাশাসক অয়ন নাথ, ইলামবাজার ব্লকের বিডিও সহ অন্যান বিশিষ্টজনেরা। সেই মঞ্চ থেকে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, ইলামবাজার পঞ্চায়েত সমিতিকে এগিয়ে আসতে হবে ইলামবাজার অঞ্চলের মেধাবী ছাত্র-ছাত্রদের জন্য কোচিং সেন্টার করার জন্য যাতে অনেক দুস্থ, অসহায় ও মেধাবী ছাত্র-ছাত্রদের শিক্ষার দিকদিয়ে এগিয়ে যেতে পারেন।

পাশাপাশি এদিন বর্ষা মঙ্গল ও বৃক্ষ রোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল বোলপুর শৈলবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নিবারণ চন্দ্র ঘোষের স্মরণে প্রতিবছরই এই দিনে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্রীদের গান নাচের মধ্যদিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বোলপুরের  মহকুমাশাসক অয়ন নাথ সহ অরো অন্যান বিশিষ্টজনেরা। পাশাপাশি, বোলপুর তারাশঙ্কর উচ্চ বিদ্যালয় কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও পুর প্রধান পর্ণা ঘোষ সহ আরো অন্যান্য বিশিষ্টজনেরা। বোলপুর পৌরসভার সহযোগিতায় আবক্ষ মূর্তিটি বিদ্যালয় প্রঙ্গণে বসানো হয়েছে। আবক্ষ মূর্তি উন্মোচনকে ঘিরে ছাত্র-ছাত্রীরা নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে অংশ গ্রহণ করে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত স্কুল হলেও সেই স্কুলে এতদিন ছিল না কোন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মুর্তি। তাই ছাত্র-ছাত্রীদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি করাতে বা সকলে যাতে শ্রদ্ধা জানাতে পারেন সেই কারণে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজ্য - এর থেকে আরোও খবর

Free coaching center meritorious students Ilambazar

Leave a comment