Sun, September 8, 2024

ই-পেপার দেখুন

প্রয়োজন পড়লে টাকার ব্যবস্থা করে দেবো, জরিমানা ইস্যুতে রাজ্যপালকে খোঁচা মুখ্যমন্ত্রীর

আবুল খায়ের

Published: 23 July, 2024, 04:36 PM
প্রয়োজন পড়লে টাকার ব্যবস্থা করে দেবো, জরিমানা ইস্যুতে রাজ্যপালকে খোঁচা মুখ্যমন্ত্রীর

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ দুই বিধায়কের শপথ অসাংবিধানিক বলে রাজ্যপালের পত্রবোমার পাল্টা বিস্ফোরণ ঘটল বিধানসভায়। মঙ্গলবার শপথ জটে রাজ্যপালের চিঠির পাল্টা প্রতিক্রিয়ায় কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় প্রশ্ন তুলেছেন, 'আপনার বিরুদ্ধে পেনাল্টি কে দেবে?'

সোমবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হয়েছে বাদল অধিবেশন। মঙ্গলবার শপথ-সংঘাত নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপালকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মন্ত্রীদের শপথ রাজভবনে হয়, বিধায়কদের শপথ সাধারণত বিধানসভায় হয়। আমি বলব, লাইনে চলুন, বেলাইন হবেন না। আপনি কোনও রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করতে পারেন না। আপনার বিরুদ্ধে পেনাল্টি কে দেবে?' ৫০০ টাকা করে পেনাল্টি করছেন, এটা তো ব্রিটিশ আইন। আপনার কি টাকার খুব প্রয়োজন? বলতে পারেন, ব্যবস্থা করে দেব

ঘটনার সূত্রপাত, গতকাল তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ বিতর্কে নয়া মাত্রা যোগ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এ দিন রাজ্যপাল দুই বিধায়ককে চিঠি পাঠিয়ে জানান তাদের শপথ অসাংবিধানিক ভাবে হয়েছে। শুধু তাই নয় সায়ন্তিকা এবং রেয়াত বিধানসভার ভোটাভুটিতে অংশ নিলে কী শাস্তি হতে পারে তাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। রাজ্যপাল বোস মোট ৩৭টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। কে তাঁদের শপথবাক্য পাঠ করিয়েছেন, চিঠিতে তা সায়ন্তিকা-রেয়াতের কাছে জানতে চেয়েছেন বোস। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন, তাঁর নির্দেশ অনুযায়ী যদি ডেপুটি স্পিকার শপথবাক্য পাঠ না করান, তবে তা অসাংবিধানিক। শুধু তাই নয় এক্ষেত্রে দুই বিধায়কের জরিমানর উল্লেখও করেন রাজ্যপাল তাঁর চিঠিতে।

Leave a comment