Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

আরও একবার দেউচা পাঁচামি কয়লা শিল্পের পুনর্বাসন প্রকল্পে চাকরি নিয়োগপত্র দেওয়া হল

Bipasha Chakraborty

Published: 23 July, 2024, 03:59 PM
আরও একবার দেউচা পাঁচামি কয়লা শিল্পের পুনর্বাসন প্রকল্পে চাকরি নিয়োগপত্র দেওয়া হল

কৌশিক সালুই, বীরভূম:-  আরো এক দফায় দেউচা পাঁচামি কয়লা শিল্পাঞ্চলে পুনর্বাসন প্রকল্পে চাকরির নিয়োগ পত্র দেওয়া হল। মঙ্গলবার সিউড়ির জেলা শাসক কার্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়,অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ কৌশিক সিনহা সহ অন্যান্য আধিকারিকেরা।

 প্রশাসন সূত্রে জানা গিয়েছে ১২ এবং ১৩ নাম্বার লটের ৪৫ জন কে গ্রুপ ডি তে নিয়োগপত্র দেওয়া হল। এছাড়াও আরো ৮৮ জনের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে। ১৪ এবং ১৫ নাম্বার লটের প্রায় ১০০ জন চাকরিপ্রার্থীর তালিকা মন্ত্রিসভায় অনুমোদন হয়ে গিয়েছে। সেই সমস্ত চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

পাশাপাশি সদ্য আঠারো  বছর বয়স হয়ে যাওয়া এমন ১১ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা পুলিশে নিয়োগপত্র দেওয়ার  অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত দেড় হাজার জনের ডেউচা পাঁচামি পুনর্বাসন প্রকল্পে পুলিশ এবং গ্রুপ ডি তে চাকরি জয়েন হয়েছে।

পাঁচ হাজার জন জমির মালিক যাদের জমির পরিমাণ প্রায় এক হাজার দুশো একর তাদের জমির দেওয়ার জন্য সরকারের কাছে স্বেচ্ছায় আবেদন করেছেন এ প্রকল্পের জন্য। তার থেকে প্রায় ৪০০ একর জমি সরকার ইতিমধ্যেই কিনে ফেলেছে এবং পুনর্বাসন প্রকল্পে চাকরি নিশ্চিত করেছে।

জেলাশাসক বিধান রায় বলেন," দেউচা পাঁচামি কয়লা প্রকল্পে মানবিক মুখ্যমন্ত্রী পুনর্বাসনের আওতায় চাকরি নিশ্চিত করেছে। কয়লা খনির কাজ খুব দুটো শুরু হতে চলেছে। তার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে"।

Leave a comment